Sanjay Karmakar  · trsdSpnoeoaf7hfJ513mos361c0uitau790gn07925w3t7m5gu6i10l7694   ·


হীরক দ্যুতি তার ওই জ্যোতি জ্যোতিশ আলোময়
আজ ওই দিনে বাদ্য বীণে জন্ম হীরা নেয়।
আকাশ তারা আলোয় ভরা গুঞ্জনেতে অলি
আর কিছু নয় আজ দিনেতে তার ওই কথাকলি।


ধীরে ধীরে বড় হয় হীরে তারি মহিমাতে
জৌলুসে যৌবনে প্রেম তারি তাঁতে মাতে।
স্মিত হাসি হীরে তার ধরা তারি আঙিনায়
সামাজিক হিতে বহু প্রত্যহ ভেসে যায়।


প্রশান্ত সাগরের কুলু কুলু প্রবাহের-
প্রতিবাদে প্রতিরোধে হীরে কণা বারুদের।
বিস্ফোটে জ্বালামুখী ন্যায় তারি স্থাপনায়
পলে পলে জ্বলে ওঠে,হীরে সঁপে আপনায়।


পথ হারা পথিকের প্রণিধানে হীরে তারি
ঝঞ্ঝায় পারাবারে সাথী হীরে কান্ডারি।
আবেগের ঘনঘটা যবে প্রাণ ভেসে যায়
সাদা কালো রঙিনেতে হীরে মাতে কবিতায়।


হীরে তুমি জেগে রহো সহস্র যুগ কালে
আজ দিনে প্রীতির ঐ টিকা নিও তব ভালে।
দিবাকরে দিব কী বা! প্রেম প্রীতি বই আর
শত শত হীরে চাই-জেনো এই বসুধার।