শান্তি নাই!! বাজছে সানাই, বাজছে সানাই নাদে
দেখ রে হরি কেনেই কবি অশ্রু ঝরায় কাঁদে।
কাঁদলে খোকন তা হয় দাফন চকো দিলেই হাতে
দ্যাখ তো হরি কানা কড়ি কি চায় মুলাকাতে!!
ঠুকছে মাথা হেথায় হোথায় তীর্থে খোঁজে বল
ব্যঙ্গ করে নেতায় বলে-শান্তি দেবের দল।
আর কমুনা কইলে কবি রুষ্ট হলে ভবে
দু চার দিনেই তুলবে ফণা কন্ঠ কেড়ে নেবে।
তার চেয়ে হরি গড়াগড়ি চল না দিব আজ
শান্তি থেকে দূরেই থাকি নইলে মাথায় বাজ!!