গানেও আধুনিকতা এসেছে। যতটুকু এসেছে তবু তাল ছন্দ লয় গতি সুশীলতা সুবোদ্ধতা তো হারিয়ে যায়নি। যা এসেছে তা বাদ্য বাজনা কথা তালের পরিবর্তন। তাতে মন দোলে সাধারনের। নাচ গানে মেতে ওঠে । আধুনিক গান আরও বেশি করে শ্রোতা টানে- নাচায়। আর কবিতার আধুনিকরনের নামে যা এসেছে তাতে পাঠক শোনা পাঠ বা বই কেনা তো দূরের কথা-মুখ বাঁকা করে পালাতে পারলে বাঁচে। চিন্তা করবার সময় হয় নাই কি?