Sanjay Karmakar
otrpsnoSedusn3a76922g2262332g38fu36hJ155uuf01fu6walcgma8ht


দৃঢ় যারা চেতনাতে
             বোধে যারা বেগবান
মানবতা কতকথা
              গাহে তারি জয়োগান।
ফুলে ফুলে মধু তার
               মধুকরা মদিরায়
কূল ভাঙে নদী তার
         আশা তবু চড়ে নায়।।


শৈবাল ধামে বাধা
             নদী বেগ হারা হয়
জ্ঞান হারা বোধ হীন
              জীব তারা কভূ নয়।
প্রগলিত হৃদ মন
               প্রলোভিত অহং এ তে
দিকে দিকে আজি তারা
         আজি রাজ ধরণীতে।


ফল রূপে রণ ভেরী
               ক্ষিপ্ত সে নর সবে
রক্তের ধারা বহে
                দশ দিশা এই ভবে।  
হেরো নাথ আজি হেথা
                 প্রলয়ের নাদ শুনি
ভীত হৃদে সসাগরা
                  ধ্বংসের পল গুনি।
মানবতা নাই হেথা
               রক্ষ সে রাজ করে
পরাভূত করে নীড়
         পদতলে মেদিনীরে।

তবু যারা দৃঢ় বোধে
                চেতনাতে বেগবান
লড়ে চলে এক ধরা
                 বিনাশিতে শয়তান।
আজি চাহি দয়া প্রভূ
                দিয়ো বল ভুজ তাহে
ভাষা দিয়ো লেখনীতে
          আজি পল খরো দহে।