বুলবুলি তুই কিথাক পানে কোন পরীর ঐ আশমানে
আয় না হেথা দ্যাখ না অনল, জ্বলছে বুকে গনগনে।
বুকের ভাষা মুক্ত করা হচ্ছে না ঠিক ঠোঁটের ফাঁকে
আসর বাসর বাজলো কাশর-অন্ধ গলিই আমায় ডাকে।


তুই তো পাকা পরীর খেলায় শিস বাজিয়ে ধরিস চেপে
রসিক কানাই হলাম না হয়; দে না আমায় একটি মেপে।
মেলায় যাব ফুচকা খাব গোলাপ বাগের গুলশানে
হেথায় আসর বারণ আমার-বাক জবানে টেনশনে।


করবো খেলা অনেক মেলা পরীর দিশা দে না ভাই
গোলাম বিবির খেলায় রে আজ, আজ রে কোনো বাঁধাই নাই।
তেপান্তরে তিন প্রহরে-বাজবে সানাই জোর সে রবে
এক থেকে দুই তিনটি পাখি-চার প্রহরে সব ওই হবে।