আলোচনা বিভাগে একটা আলোচনা করবো ভাবছি নাম হবে কবিতার সংজ্ঞা। সবকিছুরই তো একটাসংজ্ঞা আছে। স্বাভাবিকভাবে কবিতারো একটা সংজ্ঞা তো  হবেই হতেই হবে। তবে সংজ্ঞা যদি হয় সৃষ্টিছারা-তবে কিছু বলার নেই। তবে একটা প্রবন্ধ বা একটা সম্পূর্ণভাবে গদ্য যখন কবিতা ভেবে পড়তে হয়-মন কাঁদে আর মনে ভাসে সে দুঃখ-একযুগ পরেও নোবেল প্রাইজটা কেউ আর আনতে পারলো না। গদ্যের ছন্দে কবিতার আসরে বহু কবি প্রচুর এমন কবিতা লেখেন যেখান থেকে চোখ ফেরাতে পারি না-এমনভাবে লেখা থাকে-ভাবতে বাধ্য হই-এভাবে কবে লিখতে পারবো! কিন্তু যখন একটা নিরেট গদ্য-কবিতার আসরে দেখি-কাঁটা লাগে। পোষ্ট করতে ভয় হচ্ছে-কি জানি নিয়মের ফাঁদে পরে যাবে না তো লেখাটা- তাও বলতে ইচ্ছে করছে সবাইকে এসব কথাগুলি। মা কালির নাম নিয়ে পোস্ট করে দিলেম যা হয় হবে।