Sanjay Karmakar
Ma84curcph 17 na1t2 1s0:48o A0redlM  ·
আলোকের ঐ ঝর্ণা ধারায়


আলোকের ঐ ঝর্ণা ধারায়
              একটি তারা মুজিব তিনি
বঙ্গ তাহার জন্ম দানের
              তাই ধরি তান তাহার গান-ই।
নিনাদ তাহার কণ্ঠ তাহার
               দূর সে গগন আকাশ ছোঁয়া
দীপ্ত তাহার, তেজ তাহার ওই
               বাংলা তাহার দানের দেওয়া।
ভাষণ সে এক দিলেন তিনি
               বাংলা তাহার জাগার তরে
তার পুকারে জাগলো সে জাত
                বাংলা তাহার ঘরে ঘরে।
এবারের রণ মুক্তির রণ,
                প্রলয় সম রুদ্র রোষ
দামাল অতি বাংলা সে তার
                জাগলো জাতি জাগলো দেশ।


Sanjay Karmakar
M9arcgh 16 lat9 on1:25sfm68fr6l e1fPM  ·
সাকিন শরাব


দিলরুবা দিল সাকিন শরাব শৃঙ্গ তার ঐ আকাশ উঁচু
আতরদানীর দিব্য সে ঘ্রাণ নিলাম সে তার আগু পিছু।
মাঝ সাগরে উথাল পাথাল উঠলো লহর ভাঙলো পাল
হৃদয় দুয়ার হায় রে শুধাই; জহর তাহায় ছিল কিছু!