আমি সঁপেছি এ প্রাণ বহিতে সোপান
                কাব্য গাথার দ্বারে,
যেথায় মেদিনী আর্ত ও দীন
                 ব্যথা তারি সরোবরে।


পার্থিব যাহা ছাড়িয়াছি মায়া
                  সংসার উপবন,
পলে পলে তার কাটার বাহার
                মোহ তারি আভরণ।  


দুই পল দিন কেটে যাবে দিন
             দ্বীনের আসিবে ডাক,
কেহ কি হায় নশ্বর কভূ
             সাধিতে সে তার হাঁক!!


রচি গড়ি তাই নিত্যই, অমরতা কথাকলি
           যাহা কিছু গড়া সৃষ্টি সৃজন
কিছু সুখ অতি কিছু বিবরণ
                 সে পথ সাধিতে চলি।


আজ আছি কাল নাই তো ধরায়
     ভূম তারি মোহতলে
             আপনারে ছাড়ি যাপন লয়েছি
কত সুখ আর-শত দুঃখ সয়েছি
              হলাহল লয়েছি গলে।