"জীবন তো এক নদীর মতই"


জীবন তো এক নদীর মতই শান্ত কভূ ভয়াল রূপ
বন্ধুরতা কোথাও হরিত কোথাও ছায়া কোথাও ধূপ।
স্বপ্ন বিলাস হৃদ গো হেথা
সুখ আর দুখের জীবন গাথা,
বইছি খাতে তরঙ্গেতে-তার সে দেশে অপরূপ।


"তেজের ভাজা কই"


দুই শো টাকা বাটা পোনা চারশো-তে পাই রুই
সেই টা ছেড়ে খায় যদি কেউ তেজের ভাজা কই।
কিংবা ইলিশ পোলাও টোলাও
শেষ তো হবে ধনের গোলাও,
এটুক খেতেই শ্বাস উঠে ভাই ইলিশ কেমন সই।


"আমরা কামড়া-কামড়ি করি"


আমরা কামড়া-কামড়ি করি-
কড়ির পিছেই ছুটি
তোমরা কবি গাইতে থাকো-
মানবতার স্তুতি।


ছাওয়াল পাওয়াল আছে ঘরে
গড়ের মাঠে পকেট ওড়ে,
শিক্ষা নিয়ে দীক্ষা আমার-
কামড়ে খাবার প্রীতি।


কাম নাই ওরে ভাই-দুখের ভরা স্মৃতি।


পিতা আমার শয্যাগত
আমার পিছেই ধন
শিক্ষা তরে দীক্ষা তরে
তার ঐ অবদান-


দুঃখে আমার বুক ফেটে যায়
আমার এমন অর্থবতায়,
মানবতা মাথায় তুলে;
তাই, ধনের পিছেই ছুটি
যেথায় যেমন পাই গো ছলে
তাহাই মোরা লুটি।


মন্ত্রী নেতায় দেশকে বেচে
আমরা চুনোপুটি।