Sanjay Karmakar
  · odprStnosegJa4af02igg6i62t gg1ohcu99987a20nim8t1960hwahg91su  ·


বন্ধু সুজন হয় গো সে জন
সুখ আর দুখে রয়
ব্যাপ্তি তার ওই আকাশ উঁচু
সদাই ভালো চায়।


বন্ধু মানে সোনায় সোহাগ
বন্ধনের ওই গান
বন্ধুরতার জীবন পথে
সখ্যতার ওই বান।


বন্ধু সুজন বিরাগভাজন
হয় না কভু হৃদে
শক্ত খুঁটি দাঁড়ায় পাশে
যখন কাঁটায় হৃদয় বিঁধে।


বহ্নি যখন পোড়ায় গগন
রিক্ততার ওই বায়
জীবন যখন খাদের কানায়
আপন কেহ নয়-


দু-হাত বাহু ডালায় মেলি
বক্ষে সে লয় টানি
বাদল যেমন স্বস্তি দানে
শুস্ক ফসল ভূমি।


বন্ধু মানে বৈরী সে নয়
মান আর অভিমান
খুনসুটি আর বিভেদ প্রবল
মুখরতার বান।


বন্ধু বিনে বৃথাই জীবন
শূন্য যে রয় প্রাণ
দুই পলের এই দিন দুনিয়ায়
বন্ধু, বড়ই আপনজন।