বাবা মানে বোঝাই করা এক আকাশের সুখ
বাবা মানে যুদ্ধরত; বীর এক মৌণ মূক।


বাবা মানে কান্ডারী এক ঝঞ্ঝা তুফান মাঝে
বাবা মানে ঈমান সে এক সকল তাহার কাজে।


বাবা মানে বইতে চলা তুফান মাঝে মাঝি
বাবা মানে সইতে চলা-ব্যথার দেওয়া বাজ-ই।


বাবা মানে বহ্নি স্বরূপ অংশুমালী সে তো
বাবা মানে পীযূষ ধারা ত্যাগ ই তাহার ব্রত।


বাবা মানে প্রতীক সে এক ঈশ্বরের ওই রূপ
বাবা বাবা বাবা সকল-দিব্য অপরূপ।


বাবা মানে বোঝার পাহাড় স্কন্ধে সে তার বয়
বাবা মানে সংগ্রাম এক যোদ্ধা একক হায়!


বাবা মানে পারাবার তার নোনা তার বারিধারা
বাবা মানে ঐশী মহান বাবা মানে ধ্রুবতারা।