"বাজ পড়েছে মাথায় আমার"


বাজ পড়েছে মাথায় আমার লিখতে কি আর পারবো ভাই!!
কি জ্যান কি ছাতার মাথা আমার মাথায় হইছে তাই।
সৃষ্টি কি রয় সিষ্টে ভাবি!!
পারবো কি আর রইতে কবি,
বর্ণ কী আর স্বর্ণ হবে-জগৎ সভায় লইতে ঠাঁই!!


এই যে আবার হচ্ছে গান মহালয়ায় মাতাল প্রাণ
মাতলো কেন আর মহুয়া, পাচ্ছি কেন তার ওই ঘ্রাণ!!
জীবন তো এক তরল নদী
বইছে হেথায় যেমন বিধি,
বাঁধলো কষে বিবিধ দোষে-পুণ্যে কিবা পরাণ খান।


বুলবুলি তুই আয় না মনা শিসের বোলে করতে রাজ
কেনই রে তুই দুর ঠিকানায় ভাগলি কেনই বল তো আজ!!
আজ আছি কাল নাই তো ধরায়
কাম নাই কো যাইতে ত্বরায়,
কলম রাজ-ই রইবে বাজি, ঝঞ্ঝা তুফান তার ওই মাঝ।