"মনুষ্যত্ব'


মনুষ্যত্ব!! আজি ব্রাত্য আর হাসালে কবি
মন মানুষে আজ আমারি দানবতার ছবি,
পাপ তাপ কি হয় গো ছলে
কেড়েই যদি নেই গো বলে,
না হয় কিছু দান দখিনা পুণ্য হবে সবই।


'ভজ হরি'


সেই ভালো ভজ হরি মানুষ তো অহি ভাই
পুঁজি তার কলুষতা- স্বার্থ ও বাসনাই!!
লাভ টাভে মন তার
বিপদেতে ঘন্টার,
বাগে পেলে গিলে ফেলে কেড়ে নেয় পাই পাই।


''আহা রে""


আহা রে!! কষ্টে আমার পরাণ ভিটা ভাইঙ্গা চুইড়া চুরমার
কবির ব্যথার বাঁশির বীণে হয় না আমার ঘুমটা আর!!
অভিসারের গল্প গাথায় বল রে ভালো লাগেই কার!!
আহা রে!! কষ্টে আমার পরাণ ভিটা ভাইঙ্গা চুইড়া চুরমার।
গোপন প্রেমিক ভাঙলো ভিটা রাতের আঁধার পগারপাড়
আজ রাতে হার মানবতার আজ হলো দিল ভাঙবার,
আহা রে!! কষ্টে আমার পরাণ ভিটা ভাইঙ্গা চুইড়া চুরমার
কবির ব্যথার বাঁশির বীণে হয় না আমার ঘুমটা আর!!