Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top contributor

ভারতবর্ষ সাম্যের এক নাম
শত শহীদের অমর গাথায়
ধন্য আমার ধাম।


বক্ষে আমার গর্ব অনেক
আকাশ বাতাস হেথা
গাইছে অমল অলক গীতি
বীরের কতকথা।
এ দেশ সুভাষ এদেশ ক্ষুদির
ধন্য এ দেশ ভূমি
শৌর্যে এদেশ স্বদেশ আমার-
সোনার বঙ্গভূমি।
প্রশান্তির ওই স্নিগ্ধ ছায়ে
অংশুমালীর দেশে
চাইলে জীবন রাখবো আমার
সাধবো বীরের বেশে।


ভারতবর্ষ সৌম্যর এক নাম
শত শহীদের অমর গাথায়
ধন্য আমার
ধাম।