(কৌতুক: কাল কল্পনায় বাংলাদেশের নাগরিক হয়ে "আমার সোনার বাংলা" লিখেছিলাম। তারপর ভয় হোল যদি ভারত সরকার আমাকে ঘাড়ধাক্কা দিয়ে দেশ থেকে বেড় করে দেয়। তাই দেরী না করে লিখে ফেললাম "ভারতমাতা"। খুশি খুশি থাক না দুদেশই)


গর্বে ভরা মোর জীবন ইতিহাসে প্রতিটি পাতা,
         গর্বিত হয় বুক উজ্জ্বল হয় মুখ-
               ভারত আমার মাতা।


        নিঃশ্বাস নেই তোমার এ বাতাস উদার
         হিংসা ভুলে যাই নিমেষে মিলে -
                   শান্তির দ্বার।


       সোনার ফসল তোমার সোনার ক্ষেত-
           মিলেমিশে কাজ করি মোরা-
                ভুলি হিংসা ও দ্বেষ।


          তোমার আকাশ বাতাসে শুনি -
              উদারতা শান্তির বাণী-
              বুকে ধরে আছো কত-
               সাম্যতা ও মৈত্রীর-
                    কাহিনী।


       সাহসী করেছো তুমি তো মোদের-
             বীর প্রিয় সন্তান সবে-
        সাহস ও ন্যায়ের কাহিনী তাদের-
            চিরকাল বুকে গাঁথা রবে।


  গর্বিত হই সদা -তোমার সন্তান আমি একজনা-
            সাম্যতা ও মৈত্রীর বীজ -
                তাই মোর রক্তে-
                 রয়েছে বোঁনা।


         তোমার আকাশ বাতাস দিয়েছে-
             প্রেম ভালবাসা প্রীতি-
                 নদী গাম্ভীর্য -
                সাগর দিয়েছে-
                     মৈত্রী-


           অন্ন দিয়েছে সোনার ক্ষেত-
              আনন্দে বেঁচে রই-
     বহুধর্ম বহুভাষাভাষী নরনারী মোরা-
              শান্তিতে কথা কই।


          মহামিলনের দেশ কৃপাসিন্ধু-
            ভারত আমার মাতা
       গর্বিত হয় বুক -উজ্জ্বল হয় মুখ-
         লিখিত হবে যে এদেশেই-
              মোর জীবনকথা।