Sanjay Karmakar


  · Jup02st3 n7nctowioremi2  ·
"বিবেক দান"


অস্ত্র ও মা বিদ্যা তোমার
                 জ্ঞানের সাগর তুমি
তোমার কৃপায় ও মা সদাই
                 তোমার কাছে ঋণী।
শংসা ও মা স্তব ও স্তুতি
                  সদাই তোমার গাই
জ্ঞানের আলোয় সরিয়ে তমায়
                   সুস্থ ধরা চাই।


আজকে ও মা নিলয় যে মোর
                   বিশ্ব নিখিল মোর
সহিষ্ণুতার ক্ষয় আর লয়ে
                   নিশীথ আঁধার ঘোর।
জ্ঞানের প্রদীপ শিখার তলে
                   আঁধার ঘনায় রাতি
বিবেক রহিত মানব ধরায়
                   সাধছে নিযুত ক্ষতি।


বজ্র বাহক অস্ত্র বোমায়
                    খেলছে দিবা রাত
দাও না ও মা জ্ঞানের আলোক
                     বাড়িয়ে ও মা হাত।
রক্ত লহু বন্যা আজি
                      বন্য যেমন মতি
রুদ্ধ সে দ্বার বিবেক ও মান
                      ছেদ পড়েছে যতি।


মরছে মানুষ মরছে শিশু
                      যজ্ঞ সে তার হোম
অহম সে ভাব দেশ আর ও মা
                      দেশ যেন মা যম।

বিদ্যা দেবী বীণায় তোমার
                      সপ্ত সুরের বান
দাও না ও মা একটু বিবেক
                      দাও না ও মা দান।