Sanjay Karmakar
rntdSoopselu2wf5765lm91706a40o01aJtmct8lt3l9an41gua697ust1i  ·


আমি চাই হাতিঘোড়া ধন তার গড় চাই
তারি পিছে দিবারাতি বাতি জ্বালি আমি ভাই।
সৌধ মিনারেতে গৃহ তারি সাজাবটে ধন চাই
তাই আমি দিবারাতি জুয়াচুরি করি ভাই।
আরো চাই বিষয়েতে হতে চাই জমিদার
তাই আমি ধরি ভাই ছলা কলা পন্থার।
গরিবের সম্বলে আঁখি মোর টসটসে
তুরি মেরে-মেরে দিয়ে থাকি আমি রসেবসে।


ছিলাম তো বেশ ভাই অঙ্কটা মিলে নাই
বিঁধে দিল হুল বড় কাল তার গতি টাই।
কি থেকে যে, কিযে হলো বাড়তেই বয়সটা
কত শত রোগ ব্যাধি গাদা গাদা যায় টাকা।
ছেলে কেড়ে নিল ধন আশ্রমে দিল ফেলে
ব্যথাতুর তন মনে বেঁচে যাই মরে গেলে।