Sanjay Karmakar
  · sdoStepnros93iun67i1iu13uwt5 tJt04hlu77uot  ·
"বিষাদ বারি"


বাদল মেঘে ঢাকলো আকাশ, বায়ুয় চলে বেগে,
ও মা আকাশ, রাগলো কেনোই, কোন সে
দুখের রাগে?
রাগের ঝলক ঝলসে উঠে, বজ্র কেনই মাগো,
কর কর কর শব্দে আমার, ভয় যে করে
হ্যাগো।
টিনের চালে বৃষ্টি নামে, ঝম ঝমা ঝম ঝম,
উড়ছে তুফান ঘূর্ণি বায়ে, ভয় ধরে
মা মন।
দালান বাড়ি, সেথায় তো মা, নাই কোনো ভয় তাই,
মাগো আমার বাবায় বলো, দালান
বাড়ি চাই।


দুঃখে মায়ের চোখের জলে, আগুন লাগে তায়,
মন হারালো বিষাদ বারি, আঁখির
কোণে চায়।


বিষাদ বারি-দ্বিতীয়
(গরিব মা-কে দুঃখ দিয়ে ভালো লাগছিল না তাই বাধ্য হয়েই লিখতে হলো)


স্তব্ধ হলো হৃদয় তাঁরি, তার ওই কথার বানে,
সামলে দু-চোখ জলের ধারা, চাইলো আকাশ পানে।
হে ঠাকুরণ, কর না সে দান, খোকার ধরা বুলি,
আয় না এ ঘর, বস না হেথায়, দে না
চরণ ধূলি।


আধপেটা রই নিত্য দিন ওই, হায় রে দালান কোঠা!
বাপ যে ওর ওই, শিক্ষা যেমন, চাকরি তেমন জোটা।
বললো খোকন, দিলেম বলে, ঠাকুর তার ঐ কাছে,
দালান কোঠায় রক্ত ঝরে, শান্তি হেথায় আছে।
বললে তিনি, রণ যে হেথায়, রইতে
তাঁর ঐ সাথে।


খোকন সোনায় মগ্ন হলো, ঠাকুর তারেই চাহি,
রইবো হেথায় তার ওই সাথে, দালান কোঠায় নাহি।
বিষাদ বারি উবলো যেমন শিশির যেমন চলে,
জড়িয়ে খোকায়, চুমলো মাতায়, বাঁধলো
তারে গলে।