Sanjay Karmakar
  · sdoStepnros93iun67i1iu13uwt5 tJt04hlu77uot  ·
"বিষাদ বারি"


বাদল মেঘে ঢাকলো আকাশ, বায়ুয় চলে বেগে,
ও মা আকাশ, রাগলো কেনোই, কোন সে
দুখের রাগে?
রাগের ঝলক ঝলসে উঠে, বজ্র কেনই মাগো,
কর কর কর শব্দে আমার, ভয় যে করে
হ্যাগো।
টিনের চালে বৃষ্টি নামে, ঝম ঝমা ঝম ঝম,
উড়ছে তুফান ঘূর্ণি বায়ে, ভয় ধরে
মা মন।
দালান বাড়ি, সেথায় তো মা, নাই কোনো ভয় তাই,
মাগো আমার বাবায় বলো, দালান
বাড়ি চাই।


দুঃখে মায়ের চোখের জলে, আগুন লাগে তায়,
মন হারালো বিষাদ বারি, আঁখির
কোণে চায়।