ব'দি গেছে বদ্রিনাথে
সঙ্গে গেছে রাম-
উড়িয়ে ঘুড়ি লাটাই সুতো
দাদার বিধি বাম।


গোবর গুলে মাথায় দিলে
শীতল হলে দাদা-
ব'দি কি আর আসবে ফিরে!
ওরে হারামজাদা।


তার চেয়ে খানিক শোন রে তানিক
দে'না দু'গজ দড়ি-
হাওয়ার সাথে যুদ্ধ করে
স্বর্গে দিবে পাড়ি।


আর জনমে জুলুম হলে
জ্যান্ত বাঁশ ই দিস-
দড়ির বদল দু চার শিশি
খাইয়ে দিবি বিষ।