Sanjay Karmakar
  · 1 min  ·


জগৎ পতি, তোমার মতি, মন্দ কেনই বলো,
কোন সে নীতে, ধারায় তোমার, মানুষ নিয়ে খেলো!!
আবাস যেথায়, বয় গো ব্যথায়, দৃষ্টি তোমার ক্ষীণ,
উনপাঁজুরে রও গো কেনই, হৃদয়
সেথায় হীন?
দুর্ভাগার ওই আটকপালে, বিষাদ বারি ঝরে,
দুর্যোগের ওই প্রলয় যেথায়, রও গো তুমি দূরে!!
বধ্য সে ভূম, গড়লে ধরা, বিড়ম্বনার ক্ষণ,
সে দেশ তথায়, নিত্য চলে, তোমার
আরাধন।
কবির দেশে, ছদ্মবেশে, রও গো তুমি হৃদে,
সমন তোমায়, দিলেম আমি, তোমার অপরাধে।
চাই গো ওগো, জগৎ স্বামী, সাম্যতার ওই দেশ,
দাও গো খোকায়, স্বপ্ন তাহার, আর্জি
দিলেম পেশ।
হিংসা আদি হিংস্র মনন, অগ্নি সেথায় বাণে,
পুড়িয়ে সে হৃদ, পূর্ণ করো, মানব প্রেমের গানে।
জতুগৃহের জালায় ওগো, জহর করো নাশ,
না হয় ও মন, শোন রে পরম, রইবো
না তোর দাস।