Sanjay Karmakar
  · oodSnrptesu5703lmt9uo2 fs1h1nmJ1986ulcfhgw  ·


দরবারেতে তোমার দেশে, ন্যায় কি ওগো নাই!!
আজ ওই ও মন, হে ঠাকুরণ, বিচার আজি চাই।
খোকন সোনায়, ন্যায্য সে ন্যায়, কোন সে বিধায় বলো?
হীরক তাঁর ওই, হৃদয় তমায়, কেনই
এমন হলো??
কোন সে পাপে, তার ঐ তাপে, তপ্ত তোমার হৃদ!!
জীর্ণ এ প্রাণ, হে ঠাকুরণ, রণেই নানাবিধ??
বাল্য যেথায়, কোন সে বিধায়, আঘাত হানো বাণ!!
কোন সে রীতে, বাঁধবো গাথায়, তোমার
অবদান???
নাই কী ওগো, হে ঠাকুরণ! চক্ষু কী তোর কানা,
রও গো তথায়, ধনের বাহার, দীনের দেশে পানা!!
পান্তা ভাতে, জীবন ভাতি, খোকন সোনায় কাঁদে,
গরলতায়, বিষমতায়, কেনই
গরল ফাঁদে??
গড়লে ধরা, অবাক করা, তোমার অভিলাষে,
এক জাহানে জীবন দিলে, আর এক ধরা দাসে!
ক্লিষ্টতার ওই, রণের ভূমে, নাই কো তোমার মতি,
কোন সে প্রীতে, রাখব হৃদে,তোমায়
জগৎ পতি!!