Sanjay Karmakar
  ·stdorpoSen25u17fmi5w7ns13o6027c04f7liJm6t·


খোকন সোনা, গুণের আকর, মেধায় অনন্য,
শিক্ষাব্রতীর নয়ন তারা, এক সে অদম্য।
ভাস্করতা তেজ আর গুণে, খোকন সোনায় খাটি,
শিক্ষা শেষে রত্ন দেশের, মহল
তাঁর ঐ বাটি।
এই কী তোর ওই, ছলের খেলা, বুঁজতে পারি নি,
তুই তো পরম, তোর সে কলা, জগত্তারিণী।
তোর ওই বিচার,শুদ্ধতার ওই, সৌধে রে তোর গড়া,
আজ অবসান, তোর আর আমার, দ্বন্দ্ব
বোঝাপড়া।
রইবি হৃদে, গাইবো সুখে, তোর ওই মায়ার ছল,
তুইই যে মোর হৃদয়নিধি, তুই হলি মোর বল।
উদার চিতে গাইছি আজি, তুইই জগৎ স্বামী,
আর ধরাতল, ধন্য যে রয়, গায়
যে তোর ওই গান-ই।
কর্ম যেমন, ফলের বাহার, মঙ্গলেতে ধ্যান,
তোর ওই স্তব, তোর ওই স্তুতি, করছি আরাধন।
মগ্ন আমার কলম আজি, আঁখির ধারার সনে,
লিখতে গাথা গৌরবেতে, দৃষ্টি
তোর ওই পানে।