Sanjay Karmakar
  · eprosnoStdummm134tgs8uc0n080ou 2u826tJl4wu  ·
(লেখাটি শেষ করে দিয়েছিলাম তবে আসরের বরেণ্য কবি শরীফ এমদাদ হোসেন এর বিষেশ সম্ভাষণে বিষেশ ভাবে অনুপ্রাণিত হয়ে লেখাটির আরও দু একটি পর্ব লেখবার চেষ্টা করবো।)


খোকার বাবায় দশের সেবায়, মগ্ন তিনি রন,
শিক্ষা তার ওই আকাশ উঁচু, দেশের তরেই পণ।
অনেক জমা, ক্ষোভের পাহাড়, হৃদয় তার ওই দ্বারে,
পান নি তিনি বিচার ভবে, চাকরি
জোটে না রে।
হীরক দ্যুতি, ভবের ত্রুটি, তার সে তমায় কালো,
পান নি তিনি, হেম ঐ গিনি, বিচার তার ওই আলো।
মেধায় বিধায়, নাই কো সমাজ, ভ্রষ্টাচারের দেশ,
শ্রমিক আজি, কয়লা খাদান, কালিই
লেপা বেশ।
আকাশ যেমন, উদার সে বায়, জীবন করে দান,
শ্রমিক সবের, প্রাণের মণি, তার ওই অবদান।
অমানুষের দেশের রাজে, মূর্ত প্রতিবাদী,
ভ্রষ্ট লগন, মাতম যেথায়, করেন
তিনি সাদি।
খোকন সোনায়, তাঁর সে তমায়, দুঃখে তিনি রন,
তাঁর ওই কারণ, সাধেন সে রণ, লিপ্ত তিনি হন।
বউদিমুনি, গুনছি দিন ই, দালান কোঠা তোর-ই
হে ঠাকুরণ, দাও না ওগো, খোকার
সে ঘর বাড়ি।