শ.ম. শহীদ


যায় না সহন, যায় না কহন
এমন দহন বুকে
না পারি আজ পিছিয়ে যেতে
এগুতে সম্মুখে!


আমার বুকে জ্বেলে চিতা
বেশ রয়েছো...মধুমিতা!
জ্বলে-পুড়ে আমি কেবল
মরছি ধুকে ধুকে।।


Sanjay Karmakar
soSdtpeonr68u159hh1rsm5h8g7u  ·


ও মোর মিতা, কইছো কী তা!!
মরম গেলো মরে,
কইলে বলো বাপ রে তাঁর ঐ
আনছি আজই ধরে।


মুষ্টি পাকায়, জোরসে ঝাকায়,
কেলায় দিলেই হলো,
কেল্লা ফতে হবেই হবে
করবো নাকি বলো।


মেয়েও দিবে, গহনা দিবে,
ভোজ ও দিবে ভালা,
মধুমিতা, আমার মিতা
করবে বিয়ের খেলা।


আমার বেলা, দু চার বোতল,
রাখিস রে ভায় কই,
খেয়ে দেয়ে মাতবো নেশায়
মাংস, আর টক দই।