Sanjay Karmakar
  · Sosenroptd4fti94s01u9J0auf441532tlm50 l7inwc00tthofu3it1aga2  ·


এক পৃথিবী গড়লে সেথায় হাজার দিলে ছল
গোড়ায় যারা মারছে কুঠার তাদের বুদ্ধিবল।
মানুষ দিলে বুদ্ধি দিলে হৃদ ও মনন তায়
হিংসা দ্বেষ ছল শঠতায় সবই জলে যায়।


শ্রমিক যারা গড়ছে ধরা রক্ত তাদের শ্রমে
মানুষ তারা ধন ও ধনী, অঙ্কে তাদের ভ্রমে-
নাই কো নীতি নাই কো বিচার তাদের রূপায়ণ
তোমার গড়া বসুন্ধরায়, অন্ন তাদের রণ।


অঙ্গ একই রক্ত একই শিরায় শিরায় বহে
এই সমাজে আজ যে তারা, মানুষ যেন নহে।
কপটতার বিষের বীণে বাতাস কাঁদে শোকে
দৃষ্টি খানিক দাও গো প্রভু তোমার ভবলোকে।


দেশ বিদেশে ঢঙ্কা বাজে বিনাশ তার ঐ খেলা
রক্ত হোলি খেলছে মানুষ, নিত্য রে দুই বেলা।
হুহুঙ্কারে কাঁপছে ধরা আগ্রাসনের রাজে
রণ দামামা বাজছে নিতুই বিবেক রহিত সাজে।


ঘর পরিবার স্বজন আপন, নাই কো বিবেক মতি
বৃদ্ধ মাতার নাই কো সে মান, বৃদ্ধাশ্রমেই গতি।
ধ্বংস করো বিবশ আমি, কানায় তোরেই বলি
ধ্বংস আজি কর না সৃজন, মনের কথাকলি।


চাই নে এমন বসুন্ধরা, চাই নে আপন পর
সুষ্ঠ যদি না দিস গতি, ধ্বংস তবে কর।