Sanjay Karmakar
Top Contributor  ·
16 hours ago  ·


ভাবতে অবাক লাগে একদিন রক্ত পণ করেছিল এই বাঙালি
শেষ রক্ত বিন্দু দিয়ে অর্জন করেছিল কাঙ্খিত স্বাধীনতা।
এক তর্জনীর বারাতায় ত্রিশ লক্ষ প্রাণ করেছিল বলিদান
বরকত জাব্বাস রফিক আর শফিকুলের স্থাপন করা ভিতে
গড়ে তুলতে সক্ষম হতে পেরেছিল সুবিশাল ইমারত
একটি স্বাধীন ভাষা একটি স্বাধীন দেশ-বাংলাদেশ।


ভাবতে অবাক লাগে সেই বীর বাঙালি আজ যেন পক্ষাঘাতে পঙ্গু
দিকে দিকে অনাচার অত্যাচার আর শোষণ জুলুমের আর্তনাদ।
রাজাকারের দল হিংস্র হায়নার মত লুন্ঠন করে চলেছে অবিরাম
ভ্রষ্টাচারের ফাঁদে থমকে গিয়েছে প্রফুল্লতার আঙন
জীবন হয়ে উঠেছে বিষময়।


এই কি?? এই কি ছিল তাদের আকাঙ্খা!!ভাবতে অবাক লাগে।
জাগো বাঙালি জাগো-সময় থাকতে উত্তরণের পথে এগিয়ে এসো
জুলুম নফরতের দুনিয়া থেকে প্রেম ভালোবাসায় উত্থিত হতে
ভ্রষ্টাচার অন্যায় অনাচার হতে মুক্ত হতে
ত্রিশ লক্ষ বীর সেনানীর আত্মবলিদান সফল হতে  
চলো গড়ে তুলি সোনার বাংলাদেশ।