পড়ে আছে দিন আসিবে সুদিন
বয়স মাত্র ছাপান্ন,
জ্যোতিষী সেদিন দেখে ছিল হাত
বলেছিল কাল; আছে চাল ডাল
বহু আরো অন্ন-
বিভিন্ন।  


যারে ভাবি কিছু ভাবনার পিছু
সেই জনে দেয় ছুরি,
অজ্ঞ সে জন, ভাবনায় যে জন -
দিল হামাগুড়ি।


কিছু নাহি চায় লতায় পাতায়
আজিকে সে মোর পর,
জীব গেলে দেহ মরণ সে দিন
বিচার অতঃপর।


এ জগতে কেহ মমতা ও স্নেহ
বুঝিবারে নাহি পারে,
অহি সে জহর ছোবলেতে তার
মানবতা হরে।