Sanjay Karmakar
212l1tmSlp01 shor1mi0eds  ·
রসা


মাংস আছে পায়েস আছে খাস্তা এবং খাসা
আর আছে ডিম, ঘোড়ার পাবে গেলেই টুনির বাসা।
ও বাপ আমার চল না নিয়ে
খাবই সে ভোজ টুনির বিয়ে,
ঘোড়ার ডিমের কালিয়া খাব; পায়েস এবং রসা।


Sanjay Karmakar
20thp61i 14hluso74r9a0sd  ·
জন্মদিনে


দিন আসে দিন যায় গো চলে
                      বছর হলে পার
একটি বছর যায় হারিয়ে
                      কাল সে তাহার দ্বার।
স্মৃতির ঘরে মোতির প্লাবন
                      পাহাড় প্রমাণ জমে
জন্মদিনে খুশির তুফান
                      বইতে তোমার মনে,
দিলাম অনেক আশীষ ধরা;
                      যা কিছু হোক শুভ
চাঁদের হাটের বাসর বসুক
                      হাসুক আকাশ নভঃ।


Sanjay Karmakar
Mar1ch89 7 pat 6oo:39a77r8 3f2AdM6  ·
বাজ


মানুষের লাগি মানুষের নাই
               ঘৃণার আজিকে রাজ
প্রেমের সে দ্বার রুদ্ধ আজিকে
               প্রহারে রণেতে বাজ।


Sanjay Karmakar
Fe717b1trumoaryt6 o2a6 8ratu 6:48 0AMm  ·
মোহাব্বাত


কে কইসে কতই দেখি ফেসবুকে আর ম্যাসেঞ্জারে
খাদ্য খাবার দিচ্ছে বুড়ায় সেলফি তুলে তারে ধরে।
কম্বল এক দিচ্ছে দানে দশ জনাতে বাড়ায় হাত
আমরা দেখি নিত্য দেখি এমন কতই মোহাব্বাত!


Sanjay Karmakar
Marta3ch 2a o0hsat4 1:hmch2d3 PM  ·
বঙ্কুবাবু

অঙ্ক কষে বঙ্কুবাবু চালেন দাবার চাল
হিসেব কষেই চতুর চালে বোরের তুলেন ছাল।
মগজ তাহার কুট কুটানি বুদ্ধি দিয়ে ভরা
তার চালেতে ঝর ঝর ঝর; ঝরে রুধির ধারা।
চঞ্চু সে তার গ্রীবার তলে বিদ্বেষের ওই বিষ
তার ভাষাতেই তার ঈশারায় যুদ্ধ অহর্নিশ।