Sanjay Karmakar
teonSordpsh58igc1o uc51csu49ghct0l168l900768ht35u10Jln4wmf4g  ·


এমন যদি হতো
সূর্য তারা যত
দিবস রাতি চরুইভাতি
উদয় নাহি হতো,
না রহিত সাধের ধরা
সুদূর পরাহত।"


এমন যদি হতো
জুড়তো হাজার ক্ষত
না রহিত জাতের জ্বালা
ঈশ্বর ও আল্লাতাওলা,
উব্ধ কিবা নত।


রইতো না দিন কিংবা রাতি
লক্ষ্মী কিবা সরস্বতী,
হংস কিবা কংস মামা
চাল শকুণী চালিশনামা
সবই হতো গত।


এমন যদি হতো।।


এমন যদি হতো
সূর্য তারা যত
দিবস রাতি চরুইভাতি
উদয় নাহি হতো,
না রহিত সাধের ধরা
সুদূর পরাহত।"


লেখাটি প্রিয় কবি সিবগাতুর রহমান মহাশয়ের ,"এমন যদি হতো" কবিতায় মন্তব্য করতে গিয়ে লেখা। লেখাটি তার প্রতি উৎসর্গীকৃত।