দাবদাহে কাঁদে প্রাণ হাহাকার চৌদিকে
দশ দিশা থরোহরি ধরণীর রং ফিকে।
রমণীয় রুচিবোধে নাই কেহ ফল তার
উত্তাপে আরোহনে দহনেতে হাহাকার।


আসুরিক প্রবণতা নাই প্রীতি পরিবেশে
কূল সবে মেতে রয় বনানীর ধ্বংসেতে।
নগরীর মোহ তাহে মজে মন প্রাণ তায়
নাগরিক জনে নাই রীতি নীতি সমুদায়।


বিষ তারি নিঃসৃত পরিবেশ করে ক্ষয়
কল আর কারখানা মুনাফাতে মেতে রয়।
প্রাণবায় যেথা হায় বোধদয় নাহি তার
কলুষতা প্রশমনে নাহি কোনো উপাচার।


দেশ আর পরবাস হিংস্রতা তারি গ্রাসে
বারুদের ঘ্রাণ বায়ে হলাহলে প্রাণ নাশে।
রিক্ত সে মেদিনীর ক্রন্দন ধ্বনি শুনি
নাদ তারি নিনাদেতে প্রলয়ের দিন গুনি।  


ভাইচারা নাই গেহ বিবেকের বলি হায়
হিস হিস রব ধ্বনি বিষ ধরা হিংসায়।
রিষরায় প্রাণ ধায় গতি তারি বিদ্যুতে
প্রবুদ্ধ প্রাণ নাই-সুখ নাই অবনীতে।


(ক্রমশঃ)