(আমার লেখা কবিতা,"ঘুমকাতুরে ফুল বাবু" কবিতার মন্তব্যে প্রিয় কবি শরীফ এমদাদ হোসেন এমন বলেছিলেন- "কী যে করি! শরীর নিয়ে আছি বড় বিপদে/ এই ভালো এই মন্দের বাজার/ ডাক্তার আর ওষুধ, ওষুধ আর ডাক্তারে"। সেখানে কাব্যাকারে আমি এমন উত্তর দিয়েছিলাম সেটাই আজকের কবিতা। লেখাটি প্রিয় কবির প্রতিই উৎসর্গ করিলাম। )


ডাক্তারে!!শক্ত রে!!যম তারি ধরিসেন
গাদা গাদা ট্যাহা খাবে বিপদেই পরিসেন!!


ফিস লিবো টেষ্ট দিবো আট দশ গোটা বারো
তারি হতি কমিশন তাও তার দরকার ও।
আলো হতি রাত তক অসুদের দপ্তরী
হতি হব সব ফেলে পুরা তারি দোস্তরী।


যাই হোক কিতা হোল কও দেহি ভাইসাব??
সাবধানে পাও ফ্যালো তারি সাতি খাও ডাব।
পারো জুদি করলার জুশ খেও দুইবেলা
শর্করা মারি দিব করিও না কই হেলা।


এই বেলা যাই আমি মাথা মোর ফেটে গ্যাসে
কাল রাতি রাস্তায় আমিও তো নাগপাশে।