ত্রিপুরাতে আসিতেছি কবিতার বাসরেতে
প্রেম প্রীতি ভালোবাসা কিছু দিতে কিছু নিতে।
যাহা মোর আরাধনা
তারি জাল হবে বোনা,
পারি কি গো দূরে ভাই!!! দেখা হবে আগামীতে।


আপনার কেহ নাই আছে শুধু কবিতাই
হরা ভরা অবনীতে অমর তো কেহ নাই।
জীব তারা খসে যায়
অমরতা কবিতায়,
ধন জন পিছে পড়ে- রহে শুধু ঘ্রাণটাই।


সেই মোর আরাধনা দিবারাতি জাল বোনা
জীব সবে ভালো থাক এই শুধু প্রার্থনা।
সুরম্য সসাগরা
প্রেম দিয়ে হোক গড়া,
মৌত্রি ও সমানতা-আঁকি তারি আলপনা।


আসিতেছি ত্রিপুরায় মিল মিতে কবিতায়
দুর্যোগে দুর্ভোগে ঝড় জলে নাহি ভয়।
হৃদয়েতে ভরে নিতে
কবিতার আঙিনাতে,
কবিতাই হোক ধরা-দূর হোক অন্যায়।  


"বাংলা কবিতা স্মারক"