"বুকের ক্ষতে রক্ত ঝরে"


বুকের ক্ষতে রক্ত ঝরে প্রণয় তারি দ্বারে
তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তোমায় ঘিরে।
আঘাত যতই দাও না তুমি
হরিত ততই রইবে ভূমি,
শিরায় শিরায় রক্তে আমার রইবে হৃদয় নীড়ে।


"পার করে যে বৈতরণী"


পার করে যে বৈতরণী মনের মাঝি তিনিই
তিনিই সখা তিনিই জীবন-মন যে তার ঐ পানেই।
ভজন সাধন তার আরাধন
শুদ্ধ যে হয় অন্তঃকরণ,
দিন কাটে রাত দিবস যাপন-হয় গো তারই গানেই।


"সংসার!!"


সংসার!! কিছু সার -অসার ওই বেশি তার
তবু, মরে গেলে বুকে বিঁধে-বুকে বিঁধে শেল তার।
কত স্মৃতি কত ব্যথা
অনুভবে কয় কথা,
জোয়ার ও ভাটা সদা-লহরেতে সংসার।


"এটা ওটা কেউকেটা"


এটা ওটা কেউকেটা কারো নাই শান্তি
যত আছে রূপ রঙ সবেতেই ভ্রান্তি।
কেউ কাঁদে ব্যথা পেলে
কেউ হেসে অবহেলে,
ওই পারে মরণেতে নাই ক্লেদ ক্লান্তি।


"দ্যাশ আগাবো কয়েক ধাপ"


মনের পীড়া অধিক হলি পাগল হতি হয় রে বাপ
পাগল হলি আর থাকেনা লাজ লজ্জা শোক আর তাপ।
দিন কাল যা পড়ছে কালে
হক্কল মানুষ গ্যাড়ার কলে
ব্যাবাক ধরা পাগল হলি দ্যাশ আগাবো কয়েক ধাপ।