Sanjay Karmakar
  ·
  ·
বর্বরতায় বর্ণিল রং
বারে বারে হয় ফিকে,
রণ তারি পণ রক্ত ঝরায়
মেদিনীর দিকে দিকে।


মাতন তাহার কুরূপ বাহার
রক্ত লহুর বান,
মত্ত জনায় শাণিত হানায়
কেড়ে নেয় শত প্রাণ।


বিদ্বজ্জনায় কোণায় কোণায়
দিগ্বিজয়ের বীর,
পেরেছো কী কভূ বিজয়ী ভবতেঃ
পেয়েছো সুখের নীড়??


নীলাচলে নীল-নীলের বাহার
সেথায় হয়েছো গত,
পারো নাই কিছু লহিতে সহিত
দৌলত করি পদানত।


দলে দলে রয় কুসুম কোমল
সুবাস খানিক দিলে,
অমরতা লভি রহিতে ধরায়
যুগে যুগে কালে কালে।