আমার লেখা দুইটি কলি ৯ তম তে প্রিয় কবি রীনা বিশ্বাস (হাসি) মহাশয়ার কমেন্টের উত্তরে আজ কমেন্ট বক্সে লেখা কবিতা।
ফেমাস


দেখ বুলবুল!সুরগুলি তোর-আজকে সবাই শুনতে চায়-
এত্তো ফেমাস হলি রে তুই-আমার যেন কান্না পায়।
আমি কবি লিখতে ছড়া আমায় কেউ দেখলো না-
তোর শিসেতে মুগ্ধ হয়ে-তারিফ আমায় করলো না।
বাজা! বাজা! তোর জমানা-আমরা হলাম বুঁড়ো ঠুড়ো-
চুল দাড়ি সব পাকলে পরেই-হয়েই যাব জরোসরো।
খুব মজা না শিস বাজালি-রাস্তা পানে আসছে নাকি-
দুম দুমা দুম পরবে যেদিন-বুঝতে পাবি কেমন সখী।
ওরে বাব্বা সেই ঢঙ্গি তো!বুলবুলি আর পারছি না যে-
তুই ও শিস বন্ধ দিলি-আমার বুলি আর্তনাদে।
চল বুলবুল মাঠ ময়দান-সাঁজ বেলাতে কাটাই মজায়-
হরেক রকম জোট বাঁধনে-জোরায় জোরায় রানী রাজায়।
এখন কেন লাফাস রে বে-দারুন দারুন শিসের ধ্বনি-
এই বয়সে এমন আমি-করলে হবে জানাজানি।
পাঁচটা কানি এক হলে-ডান্ডা নিয়ে আসবে তেড়ে-
গর্দান তোর নেবেই কেঁটে-আমায় ওরা ছাড়বে না রে।
হটাৎ কেন চুপটি হলি-আঁচল ঢাকা এলো না কি!
এই জমানায় এমন পোষাক-শরীর দিতে ভীষন ফাঁকি।
আজকে না হয় এমন সময়-একটু না হয় রেস্ট নি-
এই বুলবুল ঘুমাই আমি-চালু রাখিস শিস বাজানি।


আমার ছোট মেয়ের জন্য এক্ষুনি একটা কবিতা লিখতে হবে।
বায়না।


আম্পল ডাম্পল পাড়ছিল আম-
সেই গাছে মগডালে বসে ছিল ম্যাম।
খ্যান খ্যান গলা করে-বলে দুটো আম দে রে-
নইলে তেড়ে মেরে ভেঙ্গে দেব ঠ্যাং।


স্যাম্পল আম্পল কেজি দুই আম ফল-
টপাটপ খেয়ে বলে-আম দেবে ড্যাম্পল।


রাম শ্যাম যদু মধু-ভাবছিল বসে শুধু-
মাঝখানে আম গাছ-চার দিকে মাঠ ধূ ধূ!


ম্যাম নয় মা মরা-গোটাকয় ভোমরা-
রেগে মেগে বলে মধু- খাবে নাকি তোমরা?


পরিমরি দিল ছুট-রাম বলে দিল কূট!
আম্পল ড্যাম্পল-হোতা হ্যায় বড়া ঝুট।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত সুশাসক-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ঠিকানা
(বানান বিকৃতি ইচ্ছাকৃত )


হেলার পো কবি গুলান পিছন কি ছাড়বে না-
ব্যান্ড কাসর ঘন্টা নিয়ে-কিছুই করন পারবে না।
আমরা হইলাম চামরা মোটা-কানে কিসুই শুনি না-
মদনা তুই অ ধর অগর ললে-ব্যান্ড তাসা আর বাজনা।
সিন্ডিকেটের রাজ চলে-হদ্দ বোকা জনগন-
টু করলে টুটি চিপে-পরবে বাড়ি ধমা ধ্যম।
টেন্ডারেতে ঘাপলাবাজি-করুক না কাজ ঘন্টা কাশি-
দু পাইস তো ঘরে এলো-ওরা কয় ঘুষ নিছি।
নিলাম না হয় চিপেই গলা-তাই বলে কি ঢাক বাজাবি-
ঠাটবাট আর চিক চিকানি-বললি কি তুই ঠক বাবাজি।
হেলার পো রে শিক্ষা দে রে-উড়ছে অনেক আকাশ ডানা-
দম দমা দম ঘন্টা কাশি-আজ লাগাবি অর ঠিকানা।