প্রিয় কবি ATAM MIYA র আজ প্রকাশিত "সম্প্রীতির ভিন্নসুর" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সম্প্রীতি


ধর্ম আনে সম্প্রীতি-
বৃহৎ জনগোষ্টিকে একসুত্রে বেঁধে রাখবার সোপান-
সহিস্নুতা সকল ধর্মের মূলমন্ত্র-
উচ্ছন্নে যাওয়া মানবজাতিকে বিশ্বাসের বন্ধনে-
কঠোর অনুশাসনে বেঁধে রাখবার পরিশীলিত দুয়ার।
ধর্ম জীবে দয়াদান শেখায়-
মার্জিত জীবন ধারনে ব্রততী করে-
মন্দির মসজিদ গির্জা-সেই কারনেই স্বর্গের দুয়ার।
বিশ্বাস যার ভিত্তি দয়া যার প্রেম-
অনুশাসন যার হৃদয়-
প্রেম যেথা মূখ্য-
ঞ্জান যেথা বোধিবৃক্ষ-শীতল যেথা ছায়া-
মমতা যেথা বন্ধন-ভ্রাতৃত্ব সৌহাদ্য যেথা রীতি-
ভালোবাসা যেথা সম্পদ।
ধর্মের বরাভয়ই সমগ্র মানবজাতিকে মার্জিত-
পরিশীলিত পথে পরিচালনা করে আসছে-
যুহ হতে যুগ-কাল হতে কাল-শতাব্দী হতে শতাব্দী।
অধার্মীক যে জন-যে সমুদায় গোষ্টি-
হত্যা করে মানবতা-লহুস্রোত ঝরায় এ সুন্দর বসুন্ধরায়-
ত্রস্ত্র ধার্মীক জন রক্তের বন্যায় হয় অশ্রুস্নাত।
মাত্র কয়েক শতাংস অধার্মীক জন-
রচিত করে মানব ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়।
উত্তরণ। উত্তরণ ওই একমাত্র রাহা-
এ তমস ঘন কালো কালিমালিপ্ত অধ্যায় অতিক্রমে।
ধর্মই হোক সে সোপান সে উত্তরণের ইতিহাসে।
ধর্ম চেতনা জাগ্রত হোক সে সকল দূরাচারীর বক্ষে-
হে প্রভু নাহি কিছু মাগিবার আর শুধু-
উত্তরণ উত্তরণ আর উত্তরণ।


প্রিয় কবি প্রীতিশ চৌধুরী মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "অন্ধকারের রাজা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
মহিসাশুর মর্দিনী-৪র্থ পর্ব


সত্যই খুব অবাক লাগে এই মহাবিশ্ব-
যেখানে ছুঁপে রয়েছে আদি প্রাণ সৃষ্টি রহস্য-
আদি অন্তহীন মহাকাশ-ঘন কালো করাল সে রূপ।
সে কালোর ভান্ডার থেকেই সৃষ্টি
অগনিত গ্রহ আলোক বিচ্ছুরণকারি লক্ষ হাজার তারামন্ডল।
কি অপরূপ সে মহিমা-
আদি শক্তি আদ্যা মা মহা কালিকা-
ঘন ধরা কালো মন্ডল হতে বিচ্ছুরিত-
শত কোটি আলোকো বর্তিকা-
তোমার মনো মোহিনী রূপ-রুদ্র মূর্ত্তি ছিন্নমুন্ডা-
আদি শক্তি মা কালিকা-
শত সহস্র কোটি তারামন্ডল নীহারিকা-
তোমারি শক্তিতে আলয়ে বলয়ে আবর্তিত ঘূর্ণন রত-
হে মাতা মহামায়া প্রাণ আদি সৃষ্টি স্বরূপা-
কুন্ডলিনী কপোতাক্ষ রুদ্র প্রহারো কারিনী-
ঘন ধরা বিদ্যুৎ মতি মা চপলা-
শত সহস্র রূপে চির শান্তি প্রদায়িনী-
জয় জয় মা কালিকা-অসুর নাশিনী মহিসাশুর মর্দিনী-
হে মাতা-শত শত কোটি কোটি প্রনাম তব চরণে-
আশিস মাগিনু মাতা-জয় জয় মা কালিকা-
আদ্যাশক্তি মহামায়া।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "কৃতকর্মা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
গরল


এমন লোকটি কোথাও তুমি পাবেনাকো ভুমি-
আকাশ পাতাল মর্ত খুঁজে কেবল হয়রানি।
এমন তেমন লোক না হয় নিজের কথাই ভাবে না-
আপন ভুলে জগৎ মাথায়-বুলবুলি তুই বুঝা না।
কেমন তেমন কইলো কবি-মুরত দেবতার-
খুজ মদনা খুজনা কানাই-এমন কোনো অবতার।
দশ দিশাতে দেশে দেশে-খুঁজতে থাক মদনা কানাই-
আই বুলবুল চুপ করনা বাজাস কেন এমন সাঁনাই।
না কবি না সাঁনাই বাজে-মিছে কথা বুল বলেনা-
মদনা কানাই দ্যাখ না কবি-ধরলো কেমন বায় বায়না।
ঘোর কলিকাল চলছে ধরা-নাই অবতার নাই তো তেমন-
খুঁজলে ধরা লাঙ্গন ফালে-মিলবে কবি যেমন তেমন।
বুলবুলি তুই রাস্তা চোষা-তুই কি এমন দেখলি বল!
দেখ মদনা সাঁনাই বাজায়-এখন তো প্রাণ শক্ত গরল।
বাঁচলে নিজে বাপের নাম-কলিকালের নীতি ঘোর-
দশ দিশাতে হিংসা দ্বেষ-হৃদয় ক্ষওয়া মটকা দোর।
এমন লোকটি কোথাও তুমি পাবেনাকো ভুমি-
আকাশ পাতাল মর্ত খুঁজে কেবল হয়রানি।
এমন তেমন লোক না হয় নিজের কথাই ভাবে না-
আপন ভুলে জগৎ মাথায়-বুলবুলি তুই বুঝা না।


প্রিয় কবি মোনায়েম সাহিত্য মহাশয়ের আজ প্রকাশিত কথা অমৃত-৯৪ র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
অম্লাণ


হাজার লক্ষ কোটি প্রাণ-
রবি সে অম্লাণ ধরা।
আজও আছে কালও রবে-
অনন্ত বহে ধারা।