প্রিয় কবি বিভাংশু মাইতি মহাশয়ের আজ প্রকাশিত শরৎ এসেছে কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ঠিকানা


মন দুলিলো মলয় বাতাস-মন্দ বহে বায়ু-
আসতে শরৎ দুর্গা মাতা-উড়ছে মনোবায়ু।
ঘুড়তে পূজোয় প্যান্ডেলেতে-আকাশ দিতে পাড়ি-
মেলতে মনে-জীবন গানে-সুর লহরের পরী।
শ্রুভ্র মেঘের দোলাচলে-স্নিগ্ধ তুফান ওড়ে-
নতুন নতুন বস্ত্র জুতোয়-শান্তি ঘরে ঘরে।
অসুর নাশে ঘট পেতে ঘাট-চন্ডি মায়ের গীত-
প্রশান্তিতে আকাশ বাতাস-অরুন আলোক সঙ্গীত।
আমি কবি লিখতে কেনো-ছন্দো গেলো কেঁটে-
ভাবতে ওদের কেমন ধরা-যারা কাঁটায় পথে।
দূর্গা মায়ের শপথ নিলাম-মিলতে পথেই ডানা-
আজ হতে রাত ওদের সাথেই-রইলো মোর সেই ঠিকানা।  


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত bramhasthra প্রয়োগ (টাইপ সমস্যা) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আমার লেখা প্রথম সনেট কবিতা।
আর্তনাদ


গেল গেল গেল রব-সে ধ্বনি রব আর্তনাদ-
অশনিতে চমকিত বিষাক্ত বিষনাদ।
শিহরিত হলো প্রাণ দানবেতে ক্রুর অতি-
অন্তর কেঁদে ওঠে-বিষাক্ত বিষ গতি।
ব্রম্হ সে অস্ত্র-মেতে উঠে মেদিনীতে-
ব্যথিত সে হৃদমাঝে-ব্যথা লাগে দম নিতে।
দিকে দিকে হিংস্রতা-মানবতা দয়া নাই-
অশান্ত পৃথ্বীতে-আলো ছায়া রোশনাই।


অস্ত্র সে দিবাকর-নিমেষেই করে ছাই-
নগর ও জনপদ-যেন কোন আশা নাই।
লহমাতে ছাড়খার-ধ্বংস সে ধ্বনি তোলে-
মানবতা প্রাণ আদি-নিবে যায় ধরাতলে।
যেমতি উত্তর কোরিয়া-বোঝে নাই অজ্ঞ!
যেন তাই পৃথিবীটা-চায় করে দিতে জব্দ।


প্রিয় কবি শ ম শহীদ মহাশয়ের আজ প্রকাশিত ঢাকা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
হায় রে হায়!


হায় রে হায়!
কি করা যায়-
গিন্নি বোঝে না-
এই ঢাকাতে-
চার চাকাতে-
আর তো চলে না।


ভাবনা এক আসলো মনে-
মলম দিতে প্রাণে-
গিন্নি লয়ে বেড়িয়ে যান-
সেই ফুর্তি মনে-
ঘুরেন ফিরেন বোতল উড়ান
দুই জনা এক প্রাণ-
ফিরার বেলা-প্রাণ দূর্বল-
দারুন চাকা জ্যাম।


মা দুর্গা রইলে সাথে-
চাকা সেদিন নড়বে না-
জ্যাম খানা কি হারে হারে-
তারে বুঝায় দ্যান না।