ইতিকথা


জামা প্যান্টের পিসগুলি-দেখ বুলবুল পরেই আছে-
আর তো কেবল একটা দিন-তার পরেতো মা গেছে-
তুই আমি বেশ কাটিয়ে দিলাম-এই খানেতে বসে বসে-
পুরান সুরান জামা প্যান্ট-হাওয়াই চপ্পল আর পায়েতে।
ওদের কথা ভাবলে বল-মনটা ভাল লাগে কি!
নতুন জামা নতুন জুতো-ওরা পূজায় পাবে কি?
তাই বুলবুল মা দেখি নাই-প্যান্ডেল তো দূরের কথা-
ওদের মতই লিখতে চাই-আমার পূজার ইতিকথা।
বানে ভাসায় আসার সময়-নৌকা দুলে আসতে মা-
আর দুনিয়া ফুর্তি করুক-আমার কাছে নাই ক্ষমা।
মানুষ আমি দেব দেবী নই-কান্না আমার ভাসায় প্রাণ-
তাই তো পূজা মৃণ্ময়ীতে-নাইতো আমার রত্তি টান।
দারুন দ্রোহে ভীষণ ব্যথায়-দিতেই পূজা জলাঞ্জলি-
বুলবুল তাই-তুই আমি ভাই-দিতেই নারি অঞ্জলি।
আরাকানের ওই ভূমিতে-মা বোনেরা ছিন্ন হলো-
কি করে মা মনকে বুঝাই-আসলে উমা ধরায় আলো।
বল বুলবুল হিসেব কি তুই-মিলতে পারিস উড়তে ডানা-
শিস বাজালি ব্যঙ্গ করে!
বুঝছি হিসেব বুঝছি বুল-হিসেবটাতো আর মেলেনা।


প্রিয় কবি ড. শাহানারা মশিউর মহাশয়ার আজ প্রকাশিত ইংরেজি কবিতা Wonderful Attraction কবিতার উত্তরে কমেন্ট বক্সে ইংরেজিতে লেখা কবিতা।(বাংলাতে ট্রন্সলেট করে আগামীকাল দুইটি কলিতে প্রকাশ দেব)
construction


Oh! My lord what a place you create-
Again and again i would like to praise you-
You are the great.
Oh! My lord what a place you create-
The hills that touches the sky-
The oceans to down sky to lie-
The varieties of animals-
And the surprising mammals-
Which we the human belongs.
Oh! My lord what a place you create-
Again and again i would like to praise you-
You are the great.
The sense that you have given-
The sympathy and the compassion-
To make the earth like heaven.
Oh my lord it's very painful to say-
Nothing but cruelty that we could spread away-
Making the globe the hell-
No one is there to  put the bail-
Hell hell hell!
My lord we have made the world-hell.


প্রিয় কবি ইথার মহাশয়ের আজ প্রকাশিত অবিনশ্বরের ইতিকথা(যৌথকবিতা-৫) এর উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বোধিবৃক্ষ


এভাবেই চলতে থাকে মহাকাল-
লীন হয় চিত্ত সাধনায়।
বোধিবৃক্ষ তলার ঞ্জান-বড়ই প্রাঞ্জল-
শ্বাশত চিরন্তন।
লহমাতে দীপ্ত হয় মনোকাশ-
হৃদয় অঞ্চলে লক্ষ তারার ঝিকিমিকি-
কুলুকুলু কুলুকুলু দীপ্ত প্রবাহধারা-
কাঞ্চন বারিতে হয় বৃষ্টিস্নাত-
কোকিলের স্নিগ্ধ কুহুতান-
ফল্গুধারা মিলিত হয় মহাসাগরে।