প্রিয় কবি ড. প্রীতিশ চোধুরী মহাশয়ের গতকাল প্রকাশিত বিষাক্ত প্রেম কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
মুক্ত


ভাবি দূর ঠেলে দিলাম মুক্ত হলাম কি!
সত্যি কি মুক্ত হওয়া যায়!
যাতনার সাগরটা বুকে রয়েই যায়!
মাঝে মাঝে ভরকে উঠতে চায়-
ভিসুভিয়াস ফুজিয়ামার মত জ্বালার উৎগিরণে-
অশান্ত তপ্ত লাভার মত জ্বলে ওঠে-
ছারখার করে দিতে চায় এ মেদিনী।
সুনামি যেন ধেয়ে আসতে চায়-
উঁচু উঁচু বিশালাকার কুন্ডলিত ঢেউ তুলে-
ধ্বংস করে দিতে চায়-সাগর সংলগ্ন নগর ও জনপদ-
হিংসার প্রস্ফুটনে হাজার হাজার নাগিনী
ফণা তুলে যেন-যেন ক্ষিপ্র দংশনে-কেড়ে নিতে চায় প্রাণ-
ঘন কালবৈশাখীর তান্ডব তুলে-
ছারখার করে দিতে চায় অঞ্চল।
তার পর-তার পর-শান্ত নিরবতা নেমে আসে ধরায়-
যেন অসীম শূন্যতা ধরা দেয় দিকে দিকে।
দৈববাণীতে যেন ভেসে আসে সেই সুর-
ধ্বংস আর সৃজন-অনন্ত কালের খেলা
এ বসুন্ধরায়-শ্বাশত চিরন্তন।
নতুন সূর্যের প্রশান্তির আলোক মালায় ছেয়ে যায় দিক বিদিক।
এই তো জীবন।


প্রিয় কবি আলোকিত অন্ধকার মহাশয়ের আজ প্রকাশিত ইংরেজি ভাষায় লেখা কবিতা Proposal এর উত্তরে কমেন্ট বক্সে লেখা ইংরেজি কবিতা।
Destruction


Life is not free but it costs-
The divine power in form of human
That we have got-
Is the resultant of the-
Thirty three crores of cycle-
In form other animal and the
Holy works that we returned.
Which purified the soul-
And upgraded to make us human.
Alas! alas! Today all we forgot and-
We devote ourselves to sin-
Even don't care to kill-
Not much think to make an evil.
For our little comfort and
The aspire which too high.
We forgot the humanity!
We forgot the humanity!
Destruction and destruction
We deserves for-
Gracefully we will find it
From the almighty-
the day not so far.


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত বর্ষাতি ব্যাঙ্-(ব্যঙ্গ) কবিতার উত্তরে আজ কমেন্ট বক্সে লেখা কবিতা।
পূজো


ঢ্যান কুরাকুর ঢ্যান কুরাকুর বাদ্যি বাজে পূজো এসেছে-
তাইতো ঢোলক বাজায় যারা-ঘর বার তার ভরেছে।
গরীব জন বাঁশ বইছে-হাজার হাজার জনা-
আজ ব্যাপারীর ব্যাবসা বাঁধা-মন আছে চনমনা।
হাজার হাজার প্যান্ডেলেতে-লক্ষ লোকের কাজ যে বাঁধা-
মৃতশিল্পী ঠাকুর বানায়-মাটির ঢেলায় হাত সে বাঁধা।
ডাক দিয়ে সাঁজ বানায় বহু-তুলতে লাভের ধন-
সেই টাকাতে জামা কাপড়-দিতেই আপন জন।
কারু শিল্পী রং তুলিতে-কাজ যে আজ অনেক হাতে-
পূজোর কদিন আপন জনে-রাখতে পারে দুধে ভাতে।
আলোকের ওই সাঁজ গোজেতে-হাজার মানুষ পয়সা তোলে-
নতুন জামা নতুন জুতো-বৌ ছেলে মেয়ে দেবে বলে।
হাজার লোকের লক্ষ টাকা এদের মাঝেই বেটে যায়-
তাই তো দুহাত জোর করি মা-মন দিয়েছি তোমার পূজায়।