আহ্বাণ


উদাত্ত আহ্বাণে ডাকিছে ধরা জাগো জাতি-জাগো সন্তান সবে-
জীবনো সাধনে প্রেমের বাঁধনে-আজি ইতিহাস রচিত হবে।
পঙ্কে নিমজ্জিত পানায় প্লাবিত-রুধিয়াছে ধরা তরিৎ গতি-
এসো জাগো-জাগো সন্তান সবে-
ক্রন্দনরত মাতা করিছে ব্যকুলো মিনতি।
আজিকে ধরায় শ্বাপদো রাজের উদ্যত কোলাহল-
দিকে দিকে পদাঘাতো মানব সবে বিষাক্ত হলাহল।
কাঁদিছে মাতা কাঁদিছে দুহিতা জায়া কাদিছে শিশু সন্তান
নাফের নদীতে অশ্রু বহিছে-বহিছে মানব রুধিরো বান।
জাগো সবে-জাগো জাগো জাগো-বীর সন্তান সবে-
রক্ত করবি লোহিত জবায়-আজ ইতিহাস রচিত হবে।
কালে কালে যবে যবে-হিংসা কুপিত ধ্বজ্বা উড়ায়েছে শয়তান-
প্রবলো বিরোধে শত বলিদানে দিয়েছো শতেকো প্রতিদান।
ভুলেছো কি সে কথা ভুলেছো কি সন্তান সবে উন্নত সদা তব শির-
জাগো জাগো জাগো প্রিয় সন্তান সবে-ইতিহাস রচিতে হে বীর।


কাগজের নৌকা
এই কবিতাটি একটি ছবি দেখে মন হারিয়ে লেখা। ছবিটি দিতে পারলে কবিতাটি সম্পূর্ণ হতো। সে অবকাশ তো নেই এখানে।


কাগজের নৌকায় হারিয়ে গেল মন-বহুকাল পর-শৈশব যেন আগমন।
অঝোর ঝরা বৃষ্টি শেষে-দারুন সুখে আনন্দেতে-
মন ভাসিয়ে নৌকা মাঝে-স্বপ্নজড়া মন-
বহুকাল বাদে হটাৎ যেন-
সেই কালের ই আগমন।


আগমনীর পরশ পেয়ে-দারুন ঝড়ে সেই প্লাবণে-অবাক চেয়ে রই-
কোথায় গেল-ওই সে ধরা-জীবন শুধুই সুখের মেলা-
আনন্দের ওই কাগজ ভেলা-
অবাক চেয়ে রই।


কঠিন ভূমে দাঁড়িয়ে এখন-দুঃখ সুখের বান সে প্রবল-
দিচ্ছে হানা দিচ্ছে ছোবল-
কুসুম কান্তি নাই।


সেই মদিরায় ডুবতে গিয়ে-হটাৎ যেন হোঁচট খেয়ে-
কঠিন প্রাণের যন্ত্রণাতে-
উঠল কেঁদে প্রাণ।


কাগজ ভেলা সুখের ভূমে-হটাৎ যেন হারিয়ে গিয়ে-
সুখ জড়ানো সেই প্লাবণে-
উঠল কেঁদে মন।


প্রিয় কবি ড. প্রীতিশ চৌধুরী মহাশয়ের আসরে প্রকাশিত "বিজ্ঞান(অনুকাব্য-১০) কবিতার উত্তরে সেদিন কমেন্ট বক্সে লেখা কবিতা।
বিজ্ঞান


জ্ঞানের আলো যদিও বা বাড়াতে পারে বিজ্ঞান-
হৃদয় আকাশ কি ছুতে পারে-
প্রেম প্রীতি রাগ ক্রোধ-বশ করিতে তারে।
হৃদয়ে হৃদয়ে যে বাণী-ভালোবাসা সম্ভোগ-
বিজ্ঞান ছুতে নারে কভু-নাহি কোনো রাজযোগ।
হিমালয় সম হৃদ উচ্চ বিশাল জমাট হিমবাহ সম-
দুর্গম সে আনত পথ-পারে কি করিতে অবরোহ।
চিত্ত যেথায় কোন সে গহীন যদি সে পতন খাদে-
দুঃখের ধ্বনি আকাশ মাতিলে-করুন অবসাদে-
বিজ্ঞান সেথা নির্বল নাহিকো বারিকো গতি-
প্রমাদ সে ক্ষণেতে আনিতে প্রাণেতে জীবনো উব্ধগতি।


প্রিয়কবি রঞ্জন গিরি মহাশয়ের আসরে প্রকাশিত "শুধু তোমায় খুজি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে সেদিন লেখা কবিতা।
(ফাউ কবিতা)
তোমায় খুঁজি


তোমায় খুঁজি পারিজাতের নন্দ বনে
তোমায় খুঁজি স্বর্গদ্যান ঐ কাননে
তোমায় খুঁজি সুবাস ভরা গোলাপ বাগে
তোমায় খুঁজি হৃদয় আমার মন যে কাঁদে।
তোমায় খুঁজি দূর গগনে নীল নীলিমায়
তোমায় খুঁজি ব্যথার হৃদয় মন দরিয়ায়।
তোমায় খুঁজি ঊষার আলোয় পথ হারিয়ে
তোমায় খুঁজি থমকে বাতাস যায় দাড়িয়ে-
তোমায় খঁজি জ্যোছনা চাঁদের স্নিন্ধ আলোয়
তোমায় খুঁজি গড়তে আমার সুখের নিলয়।