প্রিয় কবি খলিলুর রহমান মহাশয়ের গতকাল প্রকাশিত "সাজানো" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আগমনী


এক মুঠো বাস হতাৎ বাতাস-দোলায় হৃদয় প্রাণ-
ধরতে আকাশ বাতাস মলয় আগমনী গান।
রৌদ্দজ্জ্বল অরুণ আলোক দীপ্তি শোভা কনক মতি
হারিয়ে গিয়ে সপ্তসুরে-স্বর্ণ আলোক ধরতে মাতি।
হৃদয় আকাশ প্রশান্তির ওই-সুর লহরী দুলতে প্রাণ-
ধরতে চড়া-দারুন সুরের-শীতল ধরা ফাগুন গান।
চাঁদ জ্যোছনার স্নিগ্ধ আলোক-প্রজাপতি উড়ছে মন-
লাল লালিমা সিঁদুর মেঘে-শান্তি সুখের আগমন।
পার পারাবার বৈঠাখানি-দারুন হাওয়ায় বইলো বেগে-
ভাসতে আকাশ বিহঙ্গেতে-পারিজাতের মধুর দেশে।
জীবন তরী সহজ সরল-দুলকি চালের মধুর বোল-
নাই দুখ নাই-নাই দুখ নাই-হৃদয় হরা শোরগোল।
এক মুঠো বাস হতাৎ বাতাস-দোলায় হৃদয় প্রাণ-
ধরতে আকাশ বাতাস মলয় আগমনী গান।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "উদয়ে বোধোদয়" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ক্রীতদাস


দীন জনে দেহ দয়া হে করুনাময়-হে ভুস্বামী-
দীন সে জন হয় অন্তর শঠতায় ভরা তাহাই মানি।
ধনে ধন্য জাগতিক সুখ মাগিবারে নাহি রহে পদতলে-
অন্তর বিকশিত করো হে প্রভু-সুর সুধা দাও গলে।
ধনী জনে দেহো দয়া-অন্তর প্রস্ফুটনে জাগাও হে প্রভু-
জাগৃত অন্তর জীবে দয়া ভাবনায় মাগিনু হে প্রভু।
বৈশম্য এ জাগতিক কদাচার কুদৃশ্য দেখিবারে নারি-
জনমে ধরায় চকিত হেলায় এ ব্যথা সহিবারে নারি।
মহাকাল বয়ে যাবে বয়ে যাবে-রহিবেনা কেহ-
গরীব ও ধনী-একই সে গতি-রহিবেনা দেহ।
রাম রহীম সাহেব ও বিবি-গোলাম নোকর কি দাস-
হাঃ হাঃ হাঃ বিধির বিধানে সবাই বান্দা সবাই ক্রীতদাস।
কেন হে দম্ভ কেন হে শাণ চলো দাসে দাসে মিলামিশি চলি-
গরীব ও ধনী হাতে হাত ধরি চলো করি কোলাকুলি।


প্রিয় কবি বি এম হাফিজুর রহমান মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "বার্ধক্যে উপলব্ধি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
রণ


জীবন সার্থক ভাবুন কবি-কন্যা পুত্র জায়া-
এদের জন্যে কিছু করতে পেরেছেন-
এক জীবনে পুণ্য যা কিছু করেছেন-ফল তো দেবে ওপরবালা-
তাই নাই আফশোষ নাই বেদনা-নাই বা দিল সাথ-
এরুপ বিরূপ ভাবিবার নাই কোনো অবকাশ।
নাই নাই নাই। এ জীবন এক কঠিন রণ-
শৈশব কৈশোর তারণ্য বার্ধক্য-
প্রকৃতির এক চির শ্বাশত নিয়ম-কারো তরে নাই পার্থক্য।
হতাসা নয় হতাসা নয়-আনন্দে দিন গুজরান-
প্রতি মুহুর্ত প্রতি পল-নাই দীনতা না হব হয়রান।
বিধির বিধান ললাট লিখন-লিখেছেন ভগবন্-
দুয়ারে তাহারি জীবন বাহারী-কতনা সুখের পল-
দুঃখের জলে ডুবেছি কতনা-কতনা কোলাহল।
মহাকাল! মহাকাল নিয়েছে বিদায়-
নাই নাই নাই-নাই গ্লানি নাই কভূ-
দ্বার অবারিত দ্বার-তোমারি চরণে ঠাই দিও প্রভু।


প্রিয় কবি স্বপন গায়েন (উদয়ন কবি) মহাশয়ের আজ প্রকাশিত "অবহেলা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)


কসুর


লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবী প্যাঁচা তোমার সাধের অতি-
তাই বলি কি দুঃখী জনের এবার কিছু কর গতি।
ধন দিয়ে মা সোনায় মোড়ো-মুকুট তোমার ঝা চকচক্
এবার গতি বদলাও মা-গরীব দুখীর খোল ফটক।
ফটফটিয়ে দাও না ধন-খাচ্ছে যারা পাচ্ছে নাতো-
অল্প কিছুই দাও না মা-যেমন তোমার সাধ্য মতো।  
যম জাদরেল ধন পিপাসী-ওরা মাগো কেমন মতি-
একটুকু নাই দরদ মাগো-দীন দুঃখী গরীব প্রতি-
তুমি মাগো স্বর্গে থাকো-সুখ শান্তি সারা বছর-
তাইতো মাগো বুঝতে নারো-একটু খাবার কত্তো কসুর।
আস্তাকুরে খাচ্ছে মাগো-ওরা তোমায় জানায় নাকো-
তাইতো মা বলছি তোমায়-এবার তুমি ওদের দ্যাখো।