রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ পুনঃ রচিত হলো "অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে"

"অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে"

তোর লাগি জন্মে ধরায় হৃদয় পাগলপারা,
ও সখী কুঞ্জ বনে রং মেখে ওই-
সেই বিতানে
আজকে নেমে আসতে ধরা।

ঝুম ঝুম ঝুন নুপূর তোল-
হৃদয় আমার ভাসতে আলো,
সখী লো-অধর সোনা রং মেখে লাল-
আমায় অনেক বাসতে ভালো।

সঙ্গোপনে মন গোপনে-
বাঁধতে তোর ওই হৃদয় তরী,
রাত বিনিদে বইতে ভাসাই-
মিলতে আমার সাধের পরী।

সখী লো-তোর পায়ে পরি-
কল কল ঝর বইবি কিনা!
সখী লো-
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে-
চলবে না।

তোর আঁখিতে আসন পাতি-
বইছি কতই ঝঞ্ঝা ঝড়,
তোর হৃদয়ে বসন আমার-
করনা সখী আপন কর।

দিক বিদিকে রব বয়ে যায়-
তোর আমারি প্রেমের গাথা,
কৃষ্ণ কালো রং ঢেলে দেয়-
লাগতে আমার দারুন ব্যথা।

সখী লো-তোর পায়ে পরি-
কল কল ঝর বইবি কিনা!
সখী লো-
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে-
চলবে না।

প্রিয় কবি প্রবীর চ্যাটার্জী মহাশয়ের আজ আলোচনা বিভাগে প্রকাশিত "বছর শেষে কবিতা নিয়ে দুচার কথা" আলোচনায় অংশ নিতে উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।

আগমনী

একটি বছর হেলায় পার ভব নদীর কিনারাতে,
ফুটলো মুকুল শিউলি বকুল-
সেই দিনেতে শেষ রাতেতে।

দুললো হৃদয় আকাশ জাগে ফল্গু বহে ধারা,
বিহগ কূজন প্রাণটি মেতে-
হৃদয় আকুল করা।

সেই তানেতে উড়তে গগন লগন বহে যায়
ভাসিয়ে দিয়ে সাধের তরী-
হৃদয় আঙ্গিনায়।

নতুন বছর সাদর আদর কুঞ্জে কুঞ্জে খুশির ছোঁয়া,
আগমনী গান গাইতে আকাশ-
তুলতে ফসল গাইছে ধরা।

প্রিয় কবি বিশ্বনাথ বন্ধোপাধ্যায় মহাশয়ের আজ প্রকাশিত "সৃষ্টি" কবিতারু উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।

অনুভব

আপনার মাঝে বিশ্ব লুকায়ে আপামর সংসার,
হৃদয় মাঝারে অমৃত সুধা ঝরে
আপনারি মাঝে বহিতে-
বিশ্ব চরাচর।
অহম সৃজন অহম কূজন অহম পূজ্য পরম,
আপনারি মাঝে বিশ্ব ধরিতে
মানব করম ধরম।
মম চিত্তে ব্যথারো বৃত্তে হেরিনু সকলি জীব,
সজীবতা প্রাণ বহিতে অম্লান
গাহিতে তাহারি গীত।
হেরিনু সে দান দিল ভগবান স্নেহ আর ভালোবাসা,
প্রেম প্রীতি বন্ধন-আলো জল বায়ু-
শত ধায় শত আশা।
আশারো কিরন প্রদীপ মালা হেরিনু বিশ্ব আপনো আলয়,
দান প্রতিদান মান অভিমান-
সকলি আপনি নিলয়।
আপনার মাঝে বিশ্ব লুকায়ে আপামর সংসার,
হৃদয় মাঝারে অমৃত সুধা ঝরে
আপনারি মাঝে বহিতে-
বিশ্ব চরাচর।

প্রিয় কবি মোনায়েম সাহিত্য মহাশয়ের আজ প্রকাশিত "কথা অমৃত-১২২" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।

স্পন্দন

কবিতা গড়ে সভ্যতা কবিতা গড়ে কৃষ্টি-
কবিতাই প্রাণ হৃদয়ের স্পন্দন-
কবিতা বিহীন সৃষ্টি বিলীন-বিশ্ব চরাচর
ছন্দপতন।
হেন মূ্ল্য কবিতার মূলে লিখেছেন বিধাতা,
আপামর জন ছন্দে চলিতে-
চরম পরম গাঁথা।
জীবনো হেরিনু আপামর জনে কবিতার সুরোধ্বনি,
কবিতায় প্রাণ তাই তো সঁপেছি-
গাহিতে আগমনী।