রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ আবার রচিত হলো "প্রভাত উৎসব"
"প্রভাত উৎসব"


পূবাকাশে উদিত রবি গগন তলে আলোক বান
পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘে গাইতে আলোক রবির গান।
পুষ্প শতেক উঠ্লো হেসে মিলতে নব কলির দল
জুই শাপলা ফুটলো শালুক-মিললো হাজার শতদল।


হারিয়ে গিয়ে সেই ভুবনে-অরুন আলোক দিব্য প্রভা
বিহঙ্গ দল আকাশ ওড়ে-অরুপ রতন প্রভাত শোভা।
সংকির্তন প্রভাত ফেরী দৃশ্য প্রভাত নয়নাভিরাম
গাইতে আমি হৃদয় আলোক-বর্ণশোভা রবির গান।


পূবাকাশে আগুন রাঙ্গা আধেক রবি উঠছে গগন-
দীপ্ত প্রভা রং কেলি তার-আকাশ রঙ্গা দিব্য ফাগুন।
রবি তোমার দেশে আমায়-উড়তে গগন পূবাকাশে-
দীপ্ত প্রভা রং ঢেলে দাও-হৃদয় আমার মনোকাশে।


তোমার দেশে লাল ফাগুনে-আগুন আমার জ্বালাও মন
দিব্য প্রভা রং তুলিতে-আসমান এ তেই অবগাহন।
রূপ র্চ্ছ্টা গান ধরতে তোমার-মাতলো আমার আজকে মন
বসুন্ধরার দীপ্ত চূরা-হাজার শতেক তোমায় প্রণাম।


প্রিয় কবি ড. শাহানার মশিউর মহাশয়ার আজ প্রকাশিত "রূপান্তর (অনু-৩) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
গতি


তরল পানি জমে গেলে
ভীষণ রকম শক্ত হয়-
সহজ মানুষ কঠিন হলে-
ধ্বংস পানে গতি ধায়।


কঠিন সে হৃদ পাষাণ ধরা-
হিংস্র অতি ভয়ঙ্কর-
ধ্বংসে মাতে সৃষ্টি বলয়-
দীপ্তি প্রভা শুভঙ্কর।


জ্বালিয়ে রাখ করতে ভূমি-
গুড়িয়ে দিতে লক্ষ তারা-
ছল কলা বল দত্যি দানো-
ধ্বংসে মাতে মনটি হারা।


তরল পানি জমে গেলে
ভীষণ রকম শক্ত হয়-
সহজ মানুষ কঠিন হলে-
ধ্বংস পানে গতি ধায়।


প্রিয় কবি রীনা বিশ্বাস (হাসি) মহাশয়ার গতকাল প্রকাশিত "চলো চোখের জলে ভাসি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
মিলন মেলা


ডুবতে সাগর চোখের জল কান্না অনেক বুকে
সংসারেতে অনেক জ্বালা-দৃষ্টি করাল দুখে।
বইতে সাগর ঝড় ঝঞ্ঝা পাল ছিঁড়ে যায় হাল
বৈতরনী কেউ বা পার কেউ পোড়ে কপাল।
মিলন মেলা এই দুনিয়ায়-চাহিদা অনেক মেলা-
না পাওয়ার কান্না জলে-ভাসাই দুখের ভেলা।
সপ্ত সাগর পার করা যায় জীবন বৈতরণী-
হাজার সাগর এক হয়ে যায় ঝড় ঝঞ্ঝার খনি।
ক্ষনিক সুখের বলয় খুঁজি-বিষয় আসয় ধন বাড় সুখ-
জড়িয়ে লতায় কন্টকেতে-রুধির ধারায় দারুন দুখ।
হিংসা দ্বেষ জর্জরিত-হাল না পায় পানি-
উছাল পাতাল ঝড় দিয়ে যায় জীবন বৈতরনী।
কিশোর তরুন যাও কি বা রয়-জরাকালে জীবন করুণ
কেউ না রয় আগে পিছে-নয়ন কোমল সলিল বরুণ।
এমন ধরা রচতে কেমন-ধন্য তুমি প্রজাপতি-
করন কারন জীবন ধারন-করতে তুমি সদগতি।


প্রিয় কবি গোপাল চন্দ্র মহাশয়ের আজ প্রকাশিত "বদ্ হজম-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট-ইং- ০৫-১১-২০১৭ এ ঘোষনা করেছেন যে আগামী ২০২২ এ ভারতের (poverty, dirty, corruption terrorism and communal ism) দেশ থেকে মিটে যাবে। সৌজন্য গোপাল চন্দ্র সরকার মহাশয় যদিও পেপারে দেখেছিলাম।
পলিসি


২০২২ সন ইংরেজি হিসেব মানে-
ডিভাইড এন্ড রুল পলিসি।
৫ বছর এখন লড়াই করুন-
টি ভি রেডিও ইন্টারনেট
পথে ঘাটে মাঠে-চায়ের কাঁপে-
তুফান তুলুন-
একদল পক্ষে আর একদল বিপক্ষে।
গরীব দুখী অনেক আশায় বুক বাঁধুন আর-
ভোট বাক্সে বোতাম টিপুন দুই বছর পর।
ভাবুন! ভাবতে থাকুন-
আর তো মাত্র তিন বছর তারপর-
রাজভোগ রসগোল্লা রসমালাই-
বিরিয়ানি কোপ্তা কাবাব।
আমি কবি লিখে যাই-ঘন্টার মুন্ডু-
বর্ষাতি ব্যাং ছাতা-ওরে কুপমুন্ডু।