রবি ঠাকুরের পর আজ আবার ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে রচিত হল
"সবুজের অভিযান"


আজ আকাশে মেঘ গুর গুর-
করাল ছায়ে ভয়াল রূপ-
রুদ্র বীণায় প্রলয় গানে-
দশ দিশা হয় অন্ধ কূপ।


প্রলয় নাচন শিয়র থানে-
দেশ বিদেশে ঢঙ্কা বাজে-
বারুদ ধরা রূপ সে সাজ-
অঙ্গে ধরায় ভাজে ভাজে।


মানবতার হাল হকিকত-
ত্রস্ত ধরা সইতে নারে-
নরাধম পশুর রাজা-
পাষাণ কঠিন দ্বারে দ্বারে।


গরল বাতাস বইতে দিশা-
রক্ষ রিপু অগুন ঝরা-
ছল কলা বল মন্দমতি-
এক পৃথ্বী আকাশ ধরা।


প্রেম প্রতিদান হৃদয় আকাশ-
তীক্ষ্ন ফলা কঠিন পাত-
জাত বেজাতের ধন্ধ তুলি-
হীম হারামি হার বজ্জাত।


আয়রে নবীন আয়রে কাঁচা-
শক্ত হাতে ধরতে হাল-
জাত হারামির ধর্ম গুলে-
সাগর জলে ফেলতে চল।  


দ্বন্দ্ব কঠিন সামনে অতি-
শক্তি দিয়ে করবে রে বাঢ়-
হৃদয় কঠিন বল সে অতি-
করবি প্রবল প্রতিঘাত।


সত্য ন্যায়ের যুদ্ধে প্রবল-
ঝরবে লহু অনেক জানি-
সত্য ন্যায়ের বিজয় শেষে-
হৃদয় আকাশ প্রবল মানি।


সেদিন ধরা হাসতে গানে-
উড়বে তোদের বিজয় কেতন-
আয়রে নবীন আয়রে কাঁচা-
করতে চলি ন্যায়ের পত্তন।


প্রিয় কবি যাদব চৌধুরী মহাশয়ের আজ আলোচনা বিভাগে প্রকাশিত "কন্যাহারা মা-কে জানাই আন্তরিক সমবেদনা" আলোচনায় মন্তব্য করতে গিয়ে কমেন্ট বক্সে লেখা কবিতা।
কেন?


হে প্রভু হে ঈশ্বর জানি তুমি সদা কৃপাময়-
এই কি তোমার কৃপা!
বিশ্ময় জাগে প্রাণ-
হৃদ মনে পাই ব্যথা।
ব্যথাতুর জননীরে-কেন দিলে হেন তুমি-
এ জগতে জগতারন রূপে-
সদা তোহে মানি।
নিষ্ঠুর হেন মতি-
হে প্রভু-কেন কেন কেন?
করিতে হরণ জগতারন-
শয়তান রূপ যেন।
আড়ালে হারালে মন্দির মসজিদ-তুমি কি পাষাণ শুধুই-
আজ বিধাতা ভেঙ্গে গেছে বাঁধ-
তোমারে শুধোই।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "পরগাছা-(ব্যঙ্গ)" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বেইমান


যুগে যুগে কালে কালে লহুস্রোতে বহমান-
ইনসান বেশে ভুষে-
লিখিতে জীবন চরিত বেইমান।
সিরাজ হারিল যুদ্ধে মীরজাফর কপট ছলনাতে-
ঘন ঘোর ধেয়ে এলো
ভারত লালাটেতে।
দুরাচারী ধূর প্রাণ-সদা উঁচু রহে শির-
সঠতার অবশেষ-মেকি ধরা তদ্বির।
ধন প্রাণ কেড়ে নিতে-সদা ব্রতী ছলনায়-
রূপ ধরা দেবতারি-
যেন দাতা মোহময়।
লিপি বাণী মায়াময় কপট সে লহু প্রাণ
গিরগিটি ধরা বায়ু-
অমৃত কথা গান।
পশ্চাতে চালে চাল-দানবীয় থাবা দিতে-
ছলনাতে শঠতাতে-ধন বাঢ় কেড়ে নিতে।
যুগে যুগে কালে কালে লহুস্রোতে বহমান-
ইনসান বেশে ভুষে-
লিখিতে জীবন চরিত বেইমান।


প্রিয় কবি বিশ্বজিত চট্টোপাধ্যায় (পুলক) মহাশয়ের আজ প্রকাশিত "মিনতি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
কলিকাল


নাই নাই! অনাথের গতি নাথ-
আর নাই।
ঘোর কলিকাল ঘোর কলিকাল-
প্রভু সেথা রহে-
রূপ রঙ্গ রসে ভরা-
মহলেতে-
সদা যেথা বাজিছে সানাই।