প্রিয় কবি লক্ষ্ণণ ভান্ডারী মহাশয়ের আজ প্রকাশিত "গাঁয়ের অজয় নদী" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নমস্য


কুলু কুলু কুলু কুলু অজয়ের ধারা বহে-
নীলাকাশে গগনেতে শাঁক চিল উড়ে চলে।
মাঝি গান মল্লার দাঁড় বায় হেঁইয়ো-
প্রফুল্ল অন্তরে বধু পাড়ে যাইয়ো।
কাঁখে জল কলসিতে-ছম ছম গতি তাহে-
ঝুম ঝুম নুপুরেতে-চকিতে সে ডানে বায়ে।
দুই ধার ফুলাকাশ-হিল্লোলে বায়ু বহে-
দোল দোল দুলুনিতে-দুপ্রহরে খরো দহে।
একতারা ধ্বনি রব-সুদূরেতে বহে প্রাণ-
অজয়ের সুরোধ্বনি-কুলু কুলু কলতান।
জল প্রাণ মতি শিশু-মাছ ধরে হরষেতে-
উচ্ছল তরঙ্গে অজয়েতে জ্বাল পেতে।
অজয়ের গতিধারা হৃদ আদি প্রাণে বহে-
নমস্য গতিধারা-প্রাণ আদি মোর গাঁয়ে।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "সর্ব্ংসহা বসুমতী" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বসুধা


কোন সে কথা কোন সে গাথা বসুমাতা গাহি-
কোন সে সুর কোন সে লহর ধন্য মাতা তুহি।
তোর দানেতে ফল্গুধারায়-স্বপ্নলোকে যাই যে ভেসে-
স্নিগ্ধ মধুর কনক সে ক্ষেত-অরূপ রতন নীলাকাশে।
আকাশ নদী পাহাড় ঝোরা-সাগর মিলন জল-
মিষ্টি মধুর জলের ধারা-শান্ত মধুর বোল।
কুহক পাখি প্রাণ ধরা তান-মিষ্টি কূজন প্রভাত সাঁজে-
বন্দনা গাই মিষ্টি মাগো-তানপুরা সুর প্রাণের মাঝে।
অবাক নয়ন দৃষ্টি হেরি-উচ্চ গগন পাহাড় শিলা-
ঢাল অপরূপ উপত্যকা-প্রশান্ত সে পাহাড় টিলা।
বৃক্ষরাজি গুল্ম লতা-প্রাণ অপরূপ মিটায় ক্ষুদা-
নমি তোমায় দুহাত জুড়ে-ধন্য তুহি হে বসুধা।


প্রিয় কবি এম, এ, সালাম মহাশয়ের আজ প্রকাশিত "বিয়ের নামে নষ্টামি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
উত্তরণ


এসব ঘটনা পীড়া দেয় প্রাণে-ভাবি আনমনে-
এ অভিশাপ মোচনে সুস্থ সমাজ-
কবে উঠবে গড়ে।
অব্যবস্থা চুরান্ত দারিদ্রতা অর্থনৈতিক মলিনতা-
কলুষতা আনে প্রাণ-
বেদনার বায়ু বহে বুকে-কেঁদে ওঠে হৃদ মন।
যে পবিত্র শিশুটিরে-বধিতে আপনো হস্ত-
চোদ্দরে আঠারো করিয়া-করিতে বিপর্যস্ত।
যেন তেন প্রকারেন-ত্বরিতো করিতে পার-
কান্নার রোল আকাশে ছড়ায়-
দ্বারে দ্বারে বারে বার।
হে গুনী গন্য সুধী জন কবি করিছে আহ্বাণ-
আর্থিক সুস্থিতি সাম্যতা আনিতে দেশে-
করিতে উত্তরণ।


প্রিয় কবি পাবেল মাহমুদ সিজান মহাশয়ের আজ প্রকাশিত "মধ্যবিত্ত" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
হতভাগা


নুন আনতে পান্তা ফুরায়-মান সম্ভ্রম কভু না ধুলায়-
লুটিতে নাহি দিবে।
ভিতর খোকলা বাহির চকচকা-
ঋণ ধার বহু রবে।
তবু না গৌরব গাথা-মলিন অন্তর প্রাণ-
বাহিরঙ্গে যেন প্রমোদ বারি-
রহিতে অম্লান।
যুগ যুগ কাল কাল তরঙ্গ উছলিত-
বিপিন বাবুর করণ সুধা-
হতভাগা মধ্যবিত্ত।