প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "মা-লক্ষ্মীর ঘট-(ব্যঙ্গ)" কবিতায় উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


((এ ডী আর) এর রিপোর্ট অনুযায়ী ভাজপা পার্টীর ফান্ডের টাকা দশ বছরে হয়েছে টাকা-১২৩ কোটি থেকে ৮৯৩ কোটি । আর কংগ্রেসের বেড়ে হয়েছে ১৬৭ কোটি থেকে ৭৫৮ কোটি-সৌজন্যে শ্রদ্ধেয় কবি গোপাল চন্দ্র সরকার)
অরন্য রোদন


জলতরঙ্গে সুর বুলি-ঢেউ খেলে সে যায়
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে-
ট্যাকশালে বন্যায়।
ঝর ঝর ঝর ঝর্ণার তান-বুলবুলি তোলে সুর-
কুলু কুলু কুলু বহে ধারা-
অতি সুমধুর।
শুভ্র মেঘের পুঞ্জ ভেলায়-বসন্ত ভৈরব
শতফুলে বিকশিত কলি সবে-
সুর তান কলরব।
ত্বরিৎ গতিতে উব্ধ সূচক-নয়নাভিরাম শোভা
করিতে কে পারে কর্তন তারে-
বলো সেথা আছে কে বা?
স্বস্তির ধন পুষ্ট করে-দলে দলে পায় গতি-
নাহিকো বারিকো যতি সেথা-
নাহিকো ক্ষনিকো বিরতি।
জগৎ জননী কেঁদে কেঁদে যায়-খাদ্য নাহিরে স্থান-
শূন্যে সে রব শূন্যেই গতি পায়-
অরন্য রোদন


প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়ের আসরে প্রকাশিত কবিতা "ইচ্ছেমতির ইচ্ছেরা" কবিতায় প্রথম কলিটা লিখে রেখেছিলাম। কবিতাটি এক্ষুনি কমেন্ট বক্সে লিখলাম।
কুপোকাত


ইচ্ছেডানায় ভর করে যাই সপ্ত নদীর পাড়-
যেথা ইচ্ছে সেথা যাই-
নেই কোনো দরবার।
চাঁদেও চলি রকেট উড়ি-পাহার গুফায় ঘুমি-
ইচ্ছে হলে শ্বেত পরী তাও-
দারুন প্রেমে চুমি।
ইচ্ছে আমার জাদুগড়ি-নাইকো শাসন কল-
ইচ্ছেমতির ডানায় ভাসি-
হাজার অশ্ব বল।
সূর্যিমামা অনল অনেক-ছুতে পারে নাকো-
দৌড়ে ভাগি সেতু গড়া-
মারকোরসার ওই সুতো।
ইচ্ছে হলে রাজভোগ খাই-পয়সা করি লাগে নাতো-
মনের সুখে পেট ভরে খাই-
যত ইচ্ছে তেমন তত।
ইচ্ছে আমার তাগড়া অনেক-নোবেল প্রাইজ জেতা-
এমন তেমন ভাবনা আমার-
মারবে নাকি জুতা।
সামলে চলি হামলা বুলি-বলছি সত্যি সাত-
আমার সাথে লড়াই যদি-
হবেই কুপোকাত।


প্রিয় কবি মনোজ ভৌমিক মহাশয়ের (দুর্নিবার কবি) মহাশয়ের আসরে প্রকাশিত "ফোঁটার আর কি দোষ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আর্তনাদ


আমি ভাবি থাক না তাও সংস্কারী হয়ে-
আধুনিকতার নগ্নতা থেকে দূরে-বহুদূরে-
যেথা সুখের হিমেল বাতায় বয়-
অফুরান প্রাণোবায়ু।
চিত্ত যেথা সংস্কার মতি-নাই কলুষ কলহ।
স্বামী যেথা অন্তর ধ্যন-দেবতা পূজিত নাথ-
করাল নাই সে জীবনভাতি-
নাই গরল আর্তনাদ।
সে কূল মাগিনু আজিকে-জোড় করি কর জোড়া-
দীনো প্রাণে মন দেহ সংস্কার-
জ্ঞানের আলোকে মোড়া।


প্রিয় কবি সমীর প্রামাণিক মহাশয়ের আজ প্রকাশিত "মোরক" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
বাটারফ্লাই


কি নাম দেওয়া যায় তার ভেবে কূল পাই নাই-
কি নাম দেব-বিশ্বাস ঘাতক!
না! সে তো বড্ড সেকেলে-একটা আধুনিক নাম খুজছি।
হু হু হু-হু হু হু!বাটারফ্লাই!
দেওয়া যেতে পারে। হ্যা হ্যা অবশ্যই।
ফুলে ফুলে মধু খাওয়া-বারে বারে আসা যাওয়া-
ভালবাসা নাই!
শুধু মধুটাই চাই।