রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ পুনঃ রচিত হলো "আজি বসন্ত ঘরে ঘরে"


"আজি বসন্ত ঘরে ঘরে"


হাহাকার ধ্বনিরব অবিরাম ক্রন্দন হুতাসন বায়ুময়,
ঘোর কালো আকাশেতে
দিকে বহে অন্যায়।
ফিরে চাহি প্রিয়া নাহি ছিনে নিয়ে যায় ত্রাসে,
হাহাকার ধ্বনিরব আকাশেতে
বাস ভাসে।
গৃদ্ধ সে চারিধারে পূতিময় বায়ু ধায়-
কুঁড়ে খেতে হৃদয়টা উঁচু নিচু
ডানে বায়।
মৌসুমি বায়ু নাই রুক্ষ সে ভবনদী,
জাহ্নবী প্রাণ নাই-নাই
তরু পল্লবী।
মাতা কাঁদে সন্তান-বাহুডোরে ধরে ছবি,
কবিতায় হাহাকারে-ক্রন্দণে
আমি কবি।
দাউ দাউ দাউ দাউ-দশ দিকে জ্বালা বহে,
ফিস ফিস গুঞ্জনে-অলি ব্যথা
কথা কহে।
দশ দিশা মানবতা-ক্রুরতার অবশেষ,
লকলকে গনগনা হিংসা ও
বিদ্বেষ।
রবি নাই ভাস্কর মৃগাঙ্ক আলো নাই,
দিকে রবে চৌদিকে কান্নাই
কান্নাই।
আমি প্রভু জোড় করে প্রনামেতে মাথা ঠুকি,
আর কতো আর কতো-আর কত
দিতে বাকি।
হৃদ মনে রব তুলি ঈশ্ব্রর বারে দ্বারে-
কবে দিতে ধরা তুমি-
আজি বসন্ত ঘরে ঘরে।


প্রিয় কবি মোঃ আব্দুল্লাহ মামুন মহাশয়ের আজ প্রকাশিত "সত্য" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
জীবন সায়াহ্নে


জীবন সায়াহ্নে অনুভবে আসে জীবনের সার,
ওই পাড়ে যবে ডাক আসে-
মুক্ত দুয়ার।
বিরাজে যেথা মহাকাল আদি আর অন্তহীন,
বিদেহী আত্মা যবে মোহনায়-
হইতে বিলীন।
রচিতে গাহিতে দর্পেতে দম্ভেতে-
জীবনো কাটানু ভাবি সার,
বিম্বিত স্তম্ভিত মন ভাবি-
ভরা নদী সংসার।
বিষয়ে আসয়ে ছিনু ডুবে হলাহল হানাহানি
কণা কণা বিষয়েতে কত শত-
টানাটানি।
ঊষারো আলোকে ডানারো পালকে-
মুকুটে ধরিতে শান,
কতনা করিনু বিদ্বেষ বিষ-
হিংসার জয়োগান।
ভাবিনি তো কভু-দেমাকে দর্পেতে-
জীবনে আসিতে ঢল,
বুঝিতে পারিনি সার কথা জীবনেতে-
বিষয়ে গরল।
তপ্ত খেলিনু বাতাস উড়িনু আকাশ ধরিনু ধরা
শান শওকাত পিছে সে দারুন ছুটিনু,
তটিনী সে কূলহারা।
দেখি নাই দীন অধোগতি প্রাণ-
তুচ্ছ করেছি হেলা,
জীবনো সায়াহ্নে সার সে বুঝিনু
মতি সে ভ্রম জীবন করণ-
জীবনের খেলা।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "বাঁধন হারা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ভীমরতি


মানব জীবন বড়ই কঠিন লৌহ সম ভীষণ মতি
খানিক সহজ সরল তরল-
মাঝে মাঝেই ভীমরতি।


ভীমরুল প্রাণ কোষ্ঠ কঠিন অহং অহং দেমাক ভরা,
চকমকানি ঝকমকানি চক চকা চক-
ধরতে ধরা।


ধরতে গিয়ে পিছলে পরে সে নিদারুণ রব রে ভাই,
ক্ষানিক ক্ষতি হলই যদি-জীবন যেন-
রোশন নাই।


রোশনাই সে সানাই বাজে-ধন বাঢ়েতে সুখটি নাই,
সুক্তো যেন যা পেয়েছে-রাঘব বোয়াল-
ধরা চাই।


এমন ধারা ভীষণ মতি জীবন ভর কেঁদেই চলে,
অনেক খেলা খেলে নিয়ে-
হরিবোলে শ্মশান চলে।


প্রিয় কবি হুমায়ুন শরীফ (প্রবাসী কবি) মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "জীবন মানে" র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।(ফাউ কবিতা)
মৃত্যু


জীবন মানেই মৃত্যুর গান মৃত্যুর পানে ছোটা,
পল পল মরি-মরতে থাকি
মৃত্যুর ছবি আঁকা।
দিনটি মরি সপ্তাহেতে, মাস ও বছর গেলে,
একটি সাল মৃত্যুর দিকে-
এগিয়ে তুমি এলে।
শৈশব মরে কৈশর আর তারুণ্য যায় মরে,
জরাও মরে কষ্ট অনেক-
জীবন মৃত্যুরই তরে।