রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ পুনঃ রচিত হলো "অচল স্মৃতি"
"অচল স্মৃতি"


হৃদয়েতে মম তপ্ত প্রদাহ উচ্ছলিত সঙ্গীত,
প্রাণ সে নিহারি নীহারিকা সম
ভালোবাসা ধরা গীত।
গহীনে হেরিনু দহনে জ্বলিনু অঙ্গার ভূষনো শোভা,
হৃদয় ভেদিয়া অসীমে ভাসিনু
সাগরো লহরিত রোলে বহু কাঁদা কাঁদিনু,
অচল সে স্মৃতির প্রভা।
জাগিল নভ মন্ডল আকাশ গ্রহ তারকারাজী,
জাগিয়া উঠিল ক্ষিতি,
ঘন ছায়ে কালো আধারো ভেদিয়া
গাহিতে করুণ গীতি।
পাহার সমীপে প্রবলো যৌবন দিয়েছিনু হৃদয় মোর,
সে তারে বেঁধেছিনু সপ্ত সুরেরো
লহরো উছলিত ঘন ঘোর।
প্রিয়া সে শাণিত অনন্ত পিয়াসে গাহিতে বিধুর বাণী,
ছিড়ে গেল তার বসন্ত বিহার
বক্ষে বিঁধিল শাণিত-
ছোরাখানি।
যুগে যুগে কালে কালে কেঁদে কেঁদে ওঠে,
হরিতে হৃদয় জাগিতে সতত ভাসিতে নয়নো মনি;
বিহঙ্গ ডানা ভাঙ্গিতে বক্ষ-
অচল সে স্মৃতি খানি।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "চাহিদার তাড়না-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
মরুভূমি


জগৎ সংসার সৃষ্টি সরূপা মনোহরা দশদিক,
লোভিত লোচনে রসনা প্রাণেতে-
হৃদয় বিদীর্ণ চৌচির।
চাই চাই চাই,
আরো বেশি চাই হৃদয় আপামর বড়,
যা কিছু পেয়েছি বহু আছে বাকি
রবেতে কাঁদিনু আনো সে আকর-
জড়ো কর জড়ো কর।
হৃদয় তাপিত মরুভূমি সম-যাপিত রজনী প্রাণ মম,
আপনো যাহা মিলিতে এ প্রাণে
সিন্ধুতে বিন্দুর সম।
হাতি ঘোড়া সবই চাই সীতাহার জমি ভুমি;
যাহা যাহা মিলিয়াছে-
কণাসম দানা মানি।
বাড়ি গাড়ি খানা পিনা জন লোক লস্কর,
ভরে নাই ভবে নাই
হতে নারে ভাস্কর।
জগৎ সংসার সৃষ্টি সরূপা মনোহরা দশদিক-
লোভিত লোচনে রসনা প্রাণেতে
হৃদয় বিদীর্ণ চৌচির।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের গতকাল প্রকাশিত "স্বপ্ন-সুখ-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
মঙ্গলময়


কালে কালে যুগে যুগে বিজ্ঞান ভাবি মন-
অঙ্গান মানুষের প্রগতিতে সমুদায়
করিতে অসাধ্য সাধন।
আকাশ কুসুম গল্পবুলি ঠাকুর মায়ের পোস্ত ঝুলি-
রক্ত জবা চরণ মায়ের
সে দান কোলে মাথায় তুলি।
সেই দানেতে ঝুলির গাথা স্বপ্ন গুলি সত্যি হয়;
চাঁদ তারা মন আকাশ ফাগুন
লাল গ্রহতে মঙ্গলময়।
আজ যা ভাব ভাবনা তোলে-অলীক যাহা ধরতে মন,
সেই দানেতে কাল সে ধরা
হাতের মুঠোয় ধরতে সে ধন।
কালে কালে যুগে যুগে বিজ্ঞান ভাবি মন-
অজ্ঞান মানুষের প্রগতিতে সমুদায়
করিতে অসাধ্য সাধন।
জয় জয় জয়-জয় বিজ্ঞানের জয়;
বিকাশিতে মানবো সভ্যতা-
সমুদায়।


প্রিয় কবি ড. শাহানারা মশিউর মহাশয়ার আজ প্রকাশিত "জিন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বিয়ে


ক্রোমোজমে সজ্জিত জিন আকারে প্যাচালো অতি,
ধবলা কি কালা বুদ্ধু কি চোখা
জিনেরই কেরামতি।
ভীমরতি ধরা প্রাণ পাগল কি মতিহারা,
ক্রোমোজমে ক্রোমোজমে
জিনে জিনে গতি ধরা।
এক নহে দুই খানি খেলা দেয় একখানি,
দুয়ে দুয়ে খেলে দেয়-
গড়ে দেয় দেহখানি।
ছেলে কিবা মেয়ে হবে বলে দেয় ক্রোমোজোম,
এক্স আর ওয়াই এ তে-
আছে সেই বড় দম।
এক্স ওয়াই হলে ছেলে-এক্স এক্স হল মেয়ে
সঞ্চয় ধন রাখো -
ধুমধামে দেবে বিয়ে।