রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ পুনঃ রচিত হলো "দুর্বোধ"
"দুর্বোধ"


বুঝিলেনা সখী বুঝিলেনা সখী
এ মনের গহনো তল;
হৃদয়ো প্রসারি সুদূরো কিনারেতে
সাগরো ভেদিয়া শূন্য এ মনোকাশে,
অম্বর চুমিছো খুজিছো
ক্ষুদিত রুদ্ধ-
পাষান বল।


একদা তোমাতে সপেছিনু হৃদ পরিনয়ে আনন্দ ঘন;
আকাশ উড়িয়া নৃত্য করিয়া
স্বর্গদুয়ার পারিজাত কাননে,
কতনা সে সুখের পল-
স্মৃতি আনন্দঘন।


সে বিহারে হৃদয় ছোঁয়াচ মিলনে করণ সুধা;
মননে সৃজন গানেতে বহিতো
তোমারি আঁখিতে দেখিতে পলেতে-
সমগ্র বসুধা।


তোমাতে বহিয়া কালের প্রবাহেতে
বহুকাল গত হয়;
ধীর লয়ে সুকোমল সুখনীর সুনিবীর বন্ধন প্রীতি
ধীর গতি হতে লয়।
ব্যঞ্জম ব্যাঙ্গমা কত গাল খঞ্জনা হৃদয় পাষাণ গতি;
তপ্ত বায়ু সে গরলো নিঃশ্বাস
করালো জীবনো ভাতি।


জীবন তারনে করণো কারণে অবুঝ ধরিতে মতি;
বুঝিলেনা সখী বুঝিলেনা সখী
দূর্বোধ দিশা পাষাণো কঠিনো,
করুণ জীবনো গতি।


তবুও তোমারে ধরেছি হৃদয়ে হেরিনু গহীনে তোমা;
ঘন মরুভূমি মরীচিকা প্রহেলিকা প্রলয়ো নাচনো
দুর্বোধ হতে অতি দুর্বোধ তুমি,
তবুও তোমারে বাসিতে ভালো
ওগো প্রিয়তমা।


প্রিয় কবি সমীর প্রামাণিক মহাশয়ের গতকাল প্রকাশিত কবিতা "চাঁদের আলো" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নিরসন


নিভৃতে নিরবেতে নির্জনে মন কাঁদে-অবসাদে
জনমো জনমো নিরবধি-
হে প্রিয়া মোর;
অঙ্গে অঙ্গে ঢেউ তুলি রঙ্গে
লহরেতে লহরেতে মাতি-
আসিতে হাসিতে মোর বাহুডোর।


কাঞ্চন কাঞ্চন সুরধ্বনি
যুগ যুগান্ত আমি ভ্রমি-
দিগন্তে আঁকি রেখা,
প্রিয়া মোর বসনো ভূষণে-
কোন সে দিনক্ষণ-
দিতে দেখা।


প্রদীপো জ্বালিনু হৃদয়ো মেলিনু
কলুষতা নাই প্রাণ,
প্রিয়া তুহি অন্তর মম
তোহাতেই নিরসন।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাহয়ের আজ প্রকাশিত "অভাগার দশা-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বজ্জাতি


অনন্ত চিন্তনে ডুবে যায় মন-অশান্ত হৃদ গতি;
বন্ধন রহিত অন্ধ ধর্মের স্লোগান-
হানাহানি বজ্জাতি।


সরলতা সভ্যতা নীতি ন্যায় দূরে উড়ে;
দেশ জাতি অন্যায়-নাফ নদী
মাথা তোলে।


সীমানাতে মানবতা ক্রন্দন ঘন রোল;
উদ্যত উত্তাল অশান্ত রব ধ্বনি
দানব সে দাপাদাপি-
ঘন ধরা করে গোল।


লকলকে শনশনে গনগনে বায়ু বহে,
টেনশনে সভ্যতা -
ব্যথা হৃদে প্রাণ বহে।


হে ঈশ্বর সৃষ্টি তব-হতাসা দিতেই যদি,
করুণা মাগিনু হে প্রভু-
ত্বরা করো সদগতি।


প্রিয় কবি "শ ম শহীদ" মহাশয়ের আজ প্রকাশিত "পাচ্ছি তবু তালি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।(ফাউ কবিতা)
শোরগোল


আরে তালি! তালি রে তালি
কিচ্ছুটি না জানা আছে;
ওরা তো ভাই গুণী জনা
তাই তো উড়ে
আকাশেতে।


কবিতার নিয়মগুলি
খামচে ধরে রবির তুলি
তুলতে শোরগোল;
লেখার সময় সিঁড়ি ভাঙ্গা
লিখতে বলে
ভাবনা তোল।


তাই কি তোলা যায়কি নাকি
ওরা কবির জাত ই না!
জানবে কি আর কবিতা লেখা,
নিয়ম কানুন-
ধার ধারে না।